PM Modi Vs Rahul Gandhi: কে বেশি জনপ্রিয়? সংসদের পর এবার সোশ্যাল মিডিয়ায় ‘লাইক-ভিউ’-র লড়াই মোদী-রাহুলের!

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 13, 2023 | 7:01 AM

Social Media Popularity: সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার ধারে-কাছেও নেই রাহুল গান্ধী, তা প্রমাণে স্ক্রিনশটও দেওয়া হয়। বিজেপির দাবি, গত এক মাসে এক্স প্ল্যাটফর্মে (টুইটার) প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ৭৯.৯ লক্ষ এনগেজমেন্ট পেয়েছে। সেখানেই রাহুল গান্ধীর অ্যাকাউন্ট ২৩.৪৩ লক্ষ এনগেজমেন্ট পেয়েছে। 

PM Modi Vs Rahul Gandhi: কে বেশি জনপ্রিয়? সংসদের পর এবার সোশ্যাল মিডিয়ায় লাইক-ভিউ-র লড়াই মোদী-রাহুলের!
সোশ্যাল মিডিয়ায় কে বেশি জনপ্রিয়?
Image Credit source: TV9 বাংলা

Follow Us

নয়া দিল্লি: সংসদে মুখোমুখি না হলেও, আক্রমণ-পাল্টা আক্রমণ করেছেন দুই নেতা। সংসদের অধিবেশন শেষ হলেও, লড়াই থামছে না দুই নেতার। মণিপুরে হিংসা, অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার পর এবার জনপ্রিয়তার লড়াই শুরু হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)-র মধ্যে। শনিবার ভারতীয় জনতা পার্টি (BJP) ও কংগ্রেসের (Congress) মধ্য়ে নতুন করে বাক-যুদ্ধ শুরু হল কার দলের নেতা সোশ্যাল মিডিয়ায় (Social Media) বেশি জনপ্রিয়, তা নিয়ে। দুই দলের তরফেই নেতাদের অ্যাকাউন্টের স্ক্রিনশটও দেওয়া হয় প্রমাণ স্বরূপ।

জনপ্রিয়তার লড়াইয়ে প্রথম নাম লেখায় কংগ্রেস। সংসদ টিভির ইউটিউব চ্যানেলের স্ক্রিনশট দিয়ে দাবি করা হয় যে সংসদে রাহুল গান্ধীর বক্তব্যের ভিডিয়ো সাধারণ মানুষ প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যের ভিডিয়োর থেকেও বেশি দেখেছেন। কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিমের দাবি, রাহুল গান্ধীর শেষ ৩০টি টুইট ৪৮.১৩ মিলিয়ন অর্থাৎ ৪.৮ কোটিরও বেশি মানুষ দেখেছেন। সেই তুলনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট ২১.৫৯ মিলিয়ন বা ২.১৫ কোটি মানুষ দেখেছেন।

কংগ্রেসের এই দাবির পাল্টা জবাব দেয় বিজেপিও। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার ধারে-কাছেও নেই রাহুল গান্ধী, তা প্রমাণে স্ক্রিনশটও দেওয়া হয়। বিজেপির দাবি, গত এক মাসে এক্স প্ল্যাটফর্মে (টুইটার) প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট ৭৯.৯ লক্ষ এনগেজমেন্ট পেয়েছে। সেখানেই রাহুল গান্ধীর অ্যাকাউন্ট ২৩.৪৩ লক্ষ এনগেজমেন্ট পেয়েছে।

ফেসবুকে প্রধানমন্ত্রী মোদীর অ্য়াকাউন্টে গত এক মাসে ৫৭.৮৯ লক্ষ মানুষ ঢুঁ মেরেছেন, সেই তুলনায় রাহুল গান্ধীর প্রোফাইলে দর্শকের আনাগোনা আনুমানিক ২৮.৩৮ লক্ষ। গত এক বছরের পরিসংখ্যানের হিসাবেও রাহুলের থেকে ঢের গুণ বেশি এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী। যেখানে তাঁর অ্যাকাউন্টে ৩.২৫ কোটিরও বেশি মানুষ ঘুরে দেখেছেন, পোস্টে লাইক-কমেন্ট করেছেন, সেখানে রাহুল গান্ধীর অ্যাকাউন্টে গত এক বছরে এনগেজমেন্ট ছিল ১.৮৮ কোটি।

ইউটিউবেও রাহুলের থেকে শত হাত এগিয়ে নমো। বিগত এক মাসে যেখানে প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলের দর্শকসংখ্যা ২৫.৪৬ কোটি ছিল, সেখানে রাহুল গান্ধীর অ্য়াকাউন্টে ৪.৮২ কোটি ‘ভিউ’ বা  দেখা হয়েছে।

Next Article