RAPIDX High Speed train: বন্দে ভারতের থেকেও দ্রুত! এবার দেশের বুকে ছুটবে RAPIDX

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 13, 2023 | 7:45 AM

RAPIDX high speed train: উদ্বোধনের আগেই ট্রায়াল রান শুরু হয়েছে। রেল সূত্রে খবর, ১৭ কিলোমিটার পথ মাত্র ১২ মিনিটে অতিক্রম করেছে ওই ট্রেন।

RAPIDX High Speed train: বন্দে ভারতের থেকেও দ্রুত! এবার দেশের বুকে ছুটবে RAPIDX
RAPIDX ট্রেন

Follow Us

নয়া দিল্লি: বন্দে ভারতের পর এবার আরও উচ্চগতি সম্পন্ন ট্রেন চালু করছে ভারতীয় রেল। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ট্রায়াল রান। অনেক কম সময়ে এক স্টেশন থেকে আর এক স্টেশনে পৌঁছে যাবে এই ট্রেন। এই বিশেষ ট্রেনকে RAPIDX বলে অভিহিত করা হচ্ছে। ভারতীয় রেলের এই উদ্যোগের নাম ‘রিজিওনাল র‍্যাপিড ট্রানজিট সিস্টেম’। স্বাধীনতা দিবসের দিন এই সিস্টেমের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

উদ্বোধনের আগেই ট্রায়াল রান শুরু হয়েছে। রেল সূত্রে খবর, ১৭ কিলোমিটার পথ মাত্র ১২ মিনিটে অতিক্রম করেছে ওই ট্রেন। সকাল ৬ টা থেকে রাত ১১ টার মধ্যে ১৫ মিনিট অন্তর ওই খালি ট্রেন চালানো হয়েছে, যাতে ট্রেন চালু হলে কোনও বাধা না আসে।

জানা গিয়েছে, ২০২৫ সালের মধ্যে ৮২ কিমি রুটে চালু হয়ে যাবে এই ট্রেন। প্রাথমিকভাবে দিল্লি-গাজিয়াবাদ-মীরট রুটে চলবে ট্রেনটি। মাত্র ১ ঘণ্টায় দিল্লি থেকে মীরট পৌঁছে যেতে পারবেন যাত্রীরা। ট্রেন হবে সম্পূর্ণ এসি, থাকবে মহিলাদের জন্য আলাদা কোচ, লাগেজ রাখার বিস্তর জায়গা।

এটাই হবে ভারতের সবথেকে দ্রুতগতির ট্রেন। ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত গতিতে চলতে পারবে এটি। বন্দে ভারত সর্বোচ্চ ১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটতে পারে। পরবর্তীতে বাড়ানো হবে এই ট্রেনের রুট। দিল্লি থেকে হরিয়ানার যে কোনও শহরে পৌঁছে যাওয়া যাবে অনেক কম সময়ে। রেলের এই ব্যবস্থায় ট্রেনে করে বাস স্ট্যান্ড বা মেট্রো স্টেশনে যাত্রীরা পৌঁছে যেতে পারবেন সহজেই। ফলে, নিত্যযাত্রীদের অনেক সুবিধা হবে। আপাতত দিল্লি ও তার আশপাশের রুটের ট্রেনটি চালু হলেও পরবর্তীতে অন্য রাজ্যে হবে কি না, তা এখনও জানা যায়নি।

Next Article