Lakhimpur Kheri: গ্রেফতার মন্ত্রী-পুত্র, তদন্তে অসহযোগিতার অভিযোগ

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Oct 09, 2021 | 11:33 PM

Ashish Mishra Arrested: টানা ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্র।

Lakhimpur Kheri: গ্রেফতার মন্ত্রী-পুত্র, তদন্তে অসহযোগিতার অভিযোগ
১২ ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় আশীষ মিশ্রকে। ছবি:ANI

Follow Us

লখনউ : অবশেষে গ্রেফতার করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিস মিশ্রকে। আজ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু সাহারানপুরের ডিআইজি উপেন্দ্র আগরওয়াল জানিয়েছেন, দীর্ঘক্ষণ ধরে তদন্ত প্রক্রিয়ায় অসহযোগিতা করছিলেন মন্ত্রীপুত্র। তদন্তকারী আধিকারিকদের বেশ কিছু প্রশ্নের জবাবও দেননি আশিস। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়।

রবিবার গাড়ি চাপা পড়ে কৃষক মৃত্যুর ঘটনার পর থেকেই তাঁর গ্রেফতারির দাবিতে সরব হয়েছিল বিরোধীরা। কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে তাঁর বাবার ইস্তফার দাবিও উঠেছিল। শুক্রবারই তাঁর পুলিশের কাছে হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি সমন এড়িয়ে গিয়েছিলেন। অবশেষে আজ সকালে আশিস কড়া পুলিশি পাহারার মাঝে হাজির হন লখিমপুরে ।

গত রবিবার উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমর মিশ্র ও উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্য্যের। মন্ত্রীদের আসার পথেই বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। আচমকাই কনভয় থেকে একটি কালো রঙের এসইউভি গাড়ি কৃষকদের ধাক্কা মারে। এরপরই সংঘর্ষ শুরু হয়। ঘটনায় ৪ কৃষক সহ মোট ৮ জনের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে জাতীয় রাজনীতি।

আন্দোলনকারী কৃষক ও বিরোধীরা দাবি করেন, যে গাড়িটি কৃষকদের চাপা দিয়েছিল, সেই গাড়িতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ছেলে আশীষ মিশ্র। যদিও মন্ত্রী এই দাবি অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, সেইদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না আশীষ। তিনি অন্য একটি সভায় উপস্থিত ছিলেন, শতাধিক ব্যক্তি তাকে সেখানে দেখেছে।

এদিকে, ক্ষোভের মুখে পড়ে সোমবারই আশীষ মিশ্র সহ মোট ১৩ জনের নামে এফআইআর দায়ের করে উত্তর প্রদেশ পুলিশ। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি শুরু হতেই আশীষ মিশ্রকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়। কিন্তু শুক্রবার সেই সমন এড়িয়ে যান তিনি। শীর্ষ আদালতে রাজ্য সরকারের তরফে জানানো হয়, শনিবার ফের ১১টা নাগাদ আশীষ মিশ্রকে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিন সকালেই কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর আইনজীবী জানান, গতকাল শারীরিক অসুস্থতার আশিস কারণে হাজিরা দিতে না পারলেও, আজ আশিস মিশ্র পুলিশের কাছে হাজিরা দেবেন। ঘড়ির কাঁটা ১১টা ছুঁতেই প্রায় এক ডজন পুলিশ নিয়ে হাজির হন আশিস মিশ্র। লখিমপুর খেরি থানার ক্রাইম ব্রাঞ্চের অফিসের পিছনের দরজা দিয়ে ঢোকেন। উত্তর প্রদেশ পুলিশের ডিআইজি, যিনি গতকাল তিন ঘণ্টা আশিস মিশ্রের জন্য অপেক্ষা করেছিলেন, তিনিও থানায় জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছিলেন বলে জানা গিয়েছে।

আজ দীর্ঘক্ষণ ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করার পরেও সন্তুষ্ট নন তদন্তকারী আধিকারিকরা। ডিআইজি জানিয়েছেন, আশিস বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন। তদন্তে অসহযোগিতার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। সেই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : Mamata on Lakhimpur: ‘অমানবিক! স্বৈরতন্ত্র চলছে’, লখিমপুরে তৃণমূল প্রতিনিধি দলকে আটকানোয় বেজায় চটে মমতা

Next Article