Himant Biswa Sarma: ‘নতুন ভারতে ওয়াইসি, ঔরঙ্গজেব এবং বাবরের জন্য কোনও জায়গা থাকবে না’

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jan 09, 2022 | 11:13 PM

Himant Biswa Sarma launches sharp attack on Asaduddin Owaisi: হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য, "নতুন ভারতে, মানুষ নিজামদের ইতিহাস পড়বে না। সর্দার বল্লভভাই প্যাটেল, রানি রুদ্রমা দেবী এবং কাকতীয় রাজবংশের শাসকদের সম্পর্কে জানবে।"

Himant Biswa Sarma: নতুন ভারতে ওয়াইসি, ঔরঙ্গজেব এবং বাবরের জন্য কোনও জায়গা থাকবে না
আসাদউদ্দিন ওয়াইসিকে কড়া আক্রমণ হেমন্ত বিশ্ব শর্মার

Follow Us

হায়দরাবাদ: মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে (AIMIM Chief Asaduddin Owaisi) কড়া আক্রমণ শানালেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা (Assam CM Himant Biswa Sarma)। তাঁর বক্তব্য, “নতুন ভারতে ওয়াইসি, ঔরঙ্গজেব এবং বাবরের জন্য কোনও জায়গা থাকবে না।” হেমন্ত বিশ্ব শর্মার এই ঝাঁঝালো আক্রমণে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। মিম প্রধানকে আক্রমণের পাশাপাশি তাঁর বক্তব্য, “নতুন ভারতে, মানুষ নিজামদের ইতিহাস পড়বে না। সর্দার বল্লভভাই প্যাটেল, রানি রুদ্রমা দেবী এবং কাকতীয় রাজবংশের শাসকদের সম্পর্কে জানবে। যেভাবে সংবিধান থেকে ৩৭০ ধারা বাতিল করা হয়েছিল, রাম মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল…এখানেও নিজামের নাম, ওয়াইসির নাম চিরতরে ভুলে যাবে…সেই দিন খুব বেশি দূরে নয়।”

রবিবার তেলাঙ্গানার ওয়ারাঙ্গালে বিজেপির এক দলীয় কর্মসূচিতে গিয়েছিলেন হেমন্ত বিশ্ব শর্মা। সেখানেই শিক্ষক ও বেকার যুবকদের সমর্থনে বক্তৃতা দেওয়ার সময় এই কথা বলেন অসমের মুখ্যমন্ত্রী।

তেলাঙ্গানার মুখ্যমন্ত্রীকেও কড়া আক্রমণ

তিনি আরও বলেন, “আমাকে আবার এখানে আসতে হবে। ২০২৩ সালে, যখন বিজেপি তেলাঙ্গানায় ক্ষমতায় আসবে, আমি আবার আসব। জনগণের বিশ্বাস যে প্রধানমন্ত্রী মোদীর সমর্থনে তাঁরা এক নতুন তেলাঙ্গানা তৈরি করবেন। কে চন্দ্রশেখর রাও তাঁর প্রতিশ্রুতি ভুলে গিয়েছেন চাকরি দেওয়ার বিষয়ে। কেসিআর শুধুমাত্র তাঁর পরিবার নিয়ে উদ্বিগ্ন, তেলাঙ্গানার মানুষকে নিয়ে নয়। আমি তাঁকে অনুরোধ করব ১ মে থেকে ১০ মে পর্যন্ত টেলিভিশনে দেখার জন্য। নির্বাচনী প্রচারের সময় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আমি ১ লাখ সরকারি চাকরি দেব। তিনি কি একটি রাজ্য চালাচ্ছেন? নাকি ফার্ম হাউজ় চালাচ্ছেন? আমার তো সন্দেহ হয়।”

উত্তর প্রদেশে ওয়াইসির ভোট প্রচারে বিতর্ক

উল্লেখ্য আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য উত্তর প্রদেশে ব্যাপক প্রচার চালাচ্ছেন মিম প্রধান ওয়াইসি। উত্তর প্রদেশ পুলিশের বিরুদ্ধে তাঁর সাম্প্রতিক মন্তব্যগুলির জন্য বেশ সমালোচনাও হয়েছে। তিনি প্রচারে বেরিয়ে প্রশ্ন তুলেছিলেন, “যোগী আদিত্যনাথ এবং নরেন্দ্র মোদী ক্ষমতায় না থাকলে পুলিশকে কে বাঁচাবে।” এই নিয়ে বিজেপি তুমুল আক্রমণ শানিয়েছিল ওয়াইসিকে। তার পাল্টা জবাব দিয়ে ওয়াইসি বলেছিলেন, “আমি হিংসায় উসকানি দিইনি বা কোনও হুমকিও দিইনি। আমি পুলিশি নৃশংসতার কথা বলেছি…. আমি বলেছিলাম আমরা এই পুলিশি নৃশংসতার কথা মনে রাখব। এটা কি আপত্তিকর? উত্তর প্রদেশে পুলিশ কীভাবে আচরণ করেছে তা মনে রাখা কেন আপত্তিকর? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম, মোদী-যোগী অবসরে গেলে কে তাদের বাঁচাতে আসবে? সত্যি, কে বাঁচাতে আসবে? তাঁরা কি মনে করেন সারা জীবন তাদের এই রক্ষাকবচ থাকবে?”

আরও পড়ুন: Caste Census: জাতি সুমারির ইস্যুতে নীতীশের পাশে বিহার কংগ্রেস, পূর্ণ সমর্থনের আশ্বাস

Next Article