Himanta Biswa Sharma on AFSPA: অসম থেকে তুলে নেওয়া হবে আফস্পা? বড় ঘোষণা হিমন্তের

Himanta Biswa Sharma on AFSPA: উত্তর-পূর্বের বেশ কিছু রাজ্য় বহুদিন ধরেই কার্যকর রয়েছে আফস্পা। এবার নিজের রাজ্য থেকে এই আইন প্রত্যাহারের ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

Himanta Biswa Sharma on AFSPA: অসম থেকে তুলে নেওয়া হবে আফস্পা? বড় ঘোষণা হিমন্তের
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 23, 2023 | 6:10 AM

গুয়াহাটি: বহু বিতর্কিত আইন আফস্পা (The Armed Forces Special Powers Act)। অতীতে উত্তর-পূর্বের কিছু রাজ্যে এই আইন নিয়ে একাধিক বিতর্ক, আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। আর বহুকাল ধরেই এই আইন প্রত্যাহার করার জন্য উত্তর-পূর্বের রাজ্যের বাসিন্দারা দাবি জানিয়ে আসছেন। এবার এই আইন প্রত্যাহার নিয়ে সোমবার বড় ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, এই বছরের শেষের দিকেই অসম থেকে সম্পূর্ণরূপে আফস্পা প্রত্যাহার করে নেওয়া হবে।

গতকাল একটি কমান্ডান্ট কনফারেন্স থেকে হিমন্ত বলেন, “নভেম্বরের মধ্যে সমগ্র রাজ্য থেকে আফস্পা প্রত্যাহার করা হতে পারে। তার পরিবর্তে অসম পুলিশ মোতায়েন করা হবে।” তিনি আরও বলেন, “আমাদের পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রাক্তন সামরিক কর্মীদেরও নিয়োগ করা হতে পারে।” প্রসঙ্গত, বর্তমানে অসমের আটটি জেলা এই বহু বিতর্কিত আইনের অন্তর্ভুক্ত। অর্থাৎ, কোনওরকম বাধা ছাড়াই সশস্ত্র বাহিনী এইসব এলাকায় যেকোনও ক্রিয়াকলাপ করতে পারে। এই আইন কোনওরকম ওয়ারেন্ট ছাড়াই এই সশস্ত্র বাহিনীকে যেকোনও জায়গায় অভিযান চালানোর ও কাউকে গ্রেফতার করার ক্ষমতা দেয়। কাউকে গুলি করে হত্যা করলেও এই আইনের আওতায় গ্রেফতার ও বিচার থেকে অব্যাহতি পায় সশস্ত্র বাহিনী। এবার এই বিতর্কিত আইন রাজ্য থেকে প্রত্যাহারের ঘোষণা করলেন হিমন্ত।

প্রসঙ্গত, এই আইন নিয়ে দীর্ঘদিন ধরেই নানা বিতর্ক দানা বেঁধেছে। এই ব্রিটিশ আমলেই এই আইন নিয়ে আসা হয়। তারপর স্বাধীনতার কিছু পরেই উত্তর-পূর্বের কিছু কিছু রাজ্যে এই আইন কার্যকর করা হয়। তারপর থেকে এই রাজ্যগুলিতে এই আইনের মেয়াদ বাড়িয়ে যাওয়া হয়েছে। ২০২১ সালের ডিসেম্বরে নাগাল্যান্ডের মন জেলায় সশস্ত্র বাহিনীর গুলিতে একাধিক গ্রামবাসীর মৃত্যু হওয়ার পর এই আইন প্রত্যাহার নিয়ে পুনরায় নতুন করে দাবি উঠতে থাকে। আর এই আইন নিয়ে গত এক বছরে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী একাধিক মন্তব্যও করেছিলেন। এবার এই আইন প্রত্যাহার নিয়ে বড় ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী। যদিও এই আইন প্রত্যাহারের ক্ষমতা কেন্দ্রীয় সরকারের হাতেই রয়েছে। গত বছরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চিত করেছিলেন যে এই রাজ্য থেকে শীঘ্রই আফস্পা প্রত্যাহার করা হবে। তিনি সেই সময় অসম পুলিশের প্রশংসা করে বলেছিলেন, রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে অকথ্য পরিশ্রম করেছে অসম পুলিশ। এবার তাঁদের এই পরিশ্রমের পুরস্কার হিসেবেই রাজ্য থেকে আফস্পা প্রত্যাহারে আশ্বাস দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।