AFSPA: গোটা অসম থেকেই আফস্পা প্রত্য়াহারের আর্জি জানালেন মুখ্য়মন্ত্রী

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 09, 2023 | 2:36 PM

Assam: চলতি সপ্তাহের সোমবারই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সূত্রের খবর, ওই দিনই অসম থেকে আফস্পা সম্পূর্ণ প্রত্য়াহারের প্রস্তাব ও তার রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।

AFSPA: গোটা অসম থেকেই আফস্পা প্রত্য়াহারের আর্জি জানালেন মুখ্য়মন্ত্রী
ফাইল চিত্র
Image Credit source: PTI

Follow Us

গুয়াহাটি: স্বাধীনতা দিবসেই ইঙ্গিত দিয়েছিলেন। এবার সরাসরি কেন্দ্রের কাছে আফস্পা তুলে নেওয়ার আর্জি জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের চার দিন পরই কেন্দ্রের কাছে আফস্পা প্রত্য়াহারের প্রস্তাব পাঠাল অসম সরকার। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটারের পরিবর্তিত নাম) সরকারের এই আর্জির কথা জানানো হয়।

দেশের হিংসা বিধ্বস্ত ও অশান্ত এলাকাগুলিতে শান্তি বজায় ও আইন শৃঙ্খলা ব্য়বস্থা জারি রাখার জন্য সেনাবাহিনীর হাতে যে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, তাকেই আফস্পা বলে। এই আইন অনুযায়ী, সেনাবাহিনী বিনা ওয়ায়েন্টে তল্লাশি চালাতে পারে, সন্দেহভাজন ব্য়ক্তিকে আটক-গ্রেফতার করতে পারে। এমনকী গুলিও চালাতে পারে। জঙ্গি ঘাঁটি বলে সন্দেহ হলে, সেখানে হামলাও চালাতে পারে সেনাবাহিনী। এই আইনের বলে সেনাবাহিনী বা কোনও আধিকারিকের বিরুদ্ধে তদন্ত বা আইনি পদক্ষেপ করা যায় না।

চলতি সপ্তাহের সোমবারই দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সূত্রের খবর, ওই দিনই অসম থেকে আফস্পা সম্পূর্ণ প্রত্য়াহারের প্রস্তাব ও তার রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়। বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ মতোই রাজ্য সরকার পদক্ষেপ করবে।

মূলত উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য, অসম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশে জঙ্গি তৎপরতা রোখার জন্য ১৯৫৮ সালে আফস্পা জারি করে কেন্দ্রীয় সরকার। ২০২২ সালের গোড়া অবধি রাজ্যগুলিতে আফস্পা জারি ছিল। ১৯৯০ সালে অসমে আফস্পা জারি হয়। পরে অসমের ২৪টি জেলা থেকে আফস্পা প্রত্যাহার করা হয়। গোটা নাগাল্য়ান্ড, মণিপুরের রাজধানী ইম্ফল বাদে বাকি রাজ্যে ও অরুণাচলের তিন জেলায় আফস্পা বলবৎ রয়েছে। তবে চলতি বছরের স্বাধীনতা দিবসেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন, এই বছরের শেষভাগের মধ্যেই রাজ্য় থেকে সম্পূর্ণরূপে আফস্পা প্রত্যাহার করে নেওয়া হতে পারে। তিনি বলেছিলেন, “অসমে ৬২ বার আফস্পার মেয়াদ বাড়ানো হয়েছে। বর্তমানে উত্তর-পূর্ব ভারত সন্ত্রাসমুক্ত। বিগত তিন বছরে চারটি শান্তি চুক্তি স্বাক্ষর হয়েছে এবং ৮ হাজার উগ্রবাদীরা আত্মসমর্পণ করেছেন।”

প্রসঙ্গত, বর্তমানে অসমের আটটি জেলায় আফস্পা জারি রয়েছে। এই জেলাগুলি হল ডিব্রুগড়, তিনসুকিয়া, শিবসাগর, গোলাঘাট, জোরহাট, কারবি আঙ্গলং ও দিমা হাসাও।

Next Article