অন্ধ্র প্রদেশ: মধ্যরাতে কার্যত নাটকীয়ভাবে গ্রেফতার হয়েছেন অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নাইডুকে। কয়েকশ কোটি টাকার দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। তবে গ্রেফতার হওয়ার পর চন্দ্রবাবু সাফ জানিয়েছেন, তাঁর কোনও দায় নেই, কোনও দোষ করেননি তিনি। এমনকী এফআইআর-এও কোনও নাম নেই বলে দাবি করেছেন তিনি। তাঁর গ্রেফতারিতে ক্ষোভে ফুঁসছে টিডিপি-র কর্মী ও সমর্থকেরা। আদালত চত্বরেও শুরু হয়েছে বিক্ষোভ। স্বাস্থ্য পরীক্ষার পর শনিবারই চন্দ্রবাবুকে আদালতে পেশ করা হবে। লোকসভা নির্বাচনের আগে চন্দ্রবাবুর মতো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বের গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
গ্রেফতারির পর চন্দ্রবাবু বলেন, “কর্মী-সমর্থক ও সাধারণ মানুষকে বলছি, আমি কোনও ভুল করিনি। তা সত্ত্বেও গতকাল রাতে কোনও প্রমাণ ছাড়াই আমাকে গ্রেফতার করা হয়েছে। আমি ওদের জিজ্ঞেস করেছিলাম যে কেন আমাকে গ্রেফতার করা হচ্ছে। আমি প্রমাণও চেয়েছি। ওরা একটা এফআইআর নিয়ে এসেছে, যাতে আমার নাম নেই।”
শুধু তাই নয়, গ্রেফতার হওয়ার পর টুইটার তথা এক্স-এর মাধ্যমে রাজ্যবাসীকে বার্তাও দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, “গত ৪৫ বছর ধরে অন্ধ্র প্রদেশের মানুষের সেবা করে চলেছি। মানুষের জন্য আমি আত্মত্যাগ করতে প্রস্তুত। আমার জন্মস্থান, অন্ধ্র প্রদেশের মানুষের সেবা থেকে আমাকে কোনও শক্তিই বিরত রাখতে পারবে না।”
দলের তরফে দাবি করা হয়েছে চন্দ্রবাবু ষড়যন্ত্রের শিকার। মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিকে কটাক্ষ করে টিডিপি নেতারা বলছেন, রাজ্যে বিভেদের রাজনীতি তৈরি করতে এটা জগন মোহনের বিশেষ কৌশল।