Rahul Gandhi: আরও বিপাকে রাহুল, CID-র হাতে হিংসার উসকানি মামলার তদন্তভার দিল পুলিশ

ঈপ্সা চ্যাটার্জী |

Jan 25, 2024 | 10:27 AM

Bharat Jodo Nyay Yatra: এ দিন, অসম পুলিশের প্রধান জিপি সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি জানান, ভারত জোড়ো ন্যায় যাত্রা ঘিরে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য সিআইডির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠন করে তারা এই মামলার তদন্ত করবে।

Rahul Gandhi: আরও বিপাকে রাহুল, CID-র হাতে হিংসার উসকানি মামলার তদন্তভার দিল পুলিশ
ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী।
Image Credit source: PTI

Follow Us

গুয়াহাটি: আরও বিপদে রাহুল (Rahul Gandhi)। এফআইআরের পর এবার মামলার তদন্তভার গেল সিআইডি(CID)-র হাতে। ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে অসমে প্রবেশ করতেই অশান্তি হয়। ব্যারিকেড ভেঙে শহরে ঢোকার চেষ্টা করেন কংগ্রেস কর্মীরা। সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma) নির্দেশেই রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এবার সেই মামলা রাজ্য সিআইডির হাতে তুলে দিল অসম পুলিশ।

মঙ্গলবার ভারত জোড়ো ন্যায় যাত্রা প্রবেশ করে গুয়াহাটিতে। আইন-শৃঙ্খলার কারণ দেখিয়ে পুলিশ কংগ্রেসের যাত্রাকে শহরের ভিতরে ঢুকতে দিতে অস্বীকার করে। ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হয় পথ। কংগ্রেস কর্মীরা সেই ব্যারিকেড টপকিয়েই শহরে ঢোকার চেষ্টা করেন। প্রায় ৫ হাজার কংগ্রেস কর্মীর সঙ্গে হাতাহাতি-সংঘর্ষ শুরু হয় পুলিশের। এই ঘটনার পরই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাহুল গান্ধী ও অন্যান্য কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেন। পুলিশ রাহুল গান্ধী, কেসি বেণুগোপাল সহ একাধিক কংগ্রেস কর্মীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৯টি ধারায় এফআইআর দায়ের করে। এর মধ্যে হিংসায় উসকানি, বিনা অনুমতিতে জমায়েত করা ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাও রয়েছে।

এ দিন, অসম পুলিশের প্রধান জিপি সিং এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান, রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি জানান, ভারত জোড়ো ন্যায় যাত্রা ঘিরে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মীদের সংঘর্ষের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য সিআইডির হাতে দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ তদন্তকারী দল গঠন করে তারা এই মামলার তদন্ত করবে।

প্রসঙ্গত, গতকালই হিমন্ত বিশ্ব শর্মা হুঁশিয়ারি দিয়ে বলেন, লোকসভা নির্বাচনের পর রাহুল গান্ধীকে গ্রেফতার করা হবে। এখন গ্রেফতার করলে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত গ্রেফতারি বলা হবে, তাই নির্বাচন মিটলেই সিট গঠন করে তদন্ত করা হবে এবং রাহুল গান্ধীকে গ্রেফতার করা হবে।

Next Article