ভোপাল: “বাঁচাও, বাঁচাও”, দূর থেকে ভেসে এসেছিল আর্তচিৎকার। পথচলতি মানুষ, গাড়ি সেই চিৎকার শুনে দাঁড়িয়ে পড়লেও নীরব দর্শক হয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না তাদের। চোখের সামনে দাউদাউ করে জ্বলে গেল আস্ত একটি বাস। ভিতরে জ্যান্ত পুড়ে গেলেন কমপক্ষে ১৩ জন যাত্রী। গুরুতর জখম আরও অনেকে। বুধবার রাতে একটি ডাম্পারের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগে। মুখোমুখি সংঘর্ষের পরই আগুন ধরে যায় বাসে। কয়েকজন যাত্রী বাস থেকে নেমে আসতে পারলেও, রক্ষা পাননি ১৩ জন। বাসের ভিতরেই পুড়ে তাদের মৃত্যু হয়।
ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে মধ্য় প্রদেশের গুনা জেলায়। বুধবার রাতে গুনা-আরন রোডের উপরে মুখোমুখি সংঘর্ষ হয় একটি বেসরকারি বাস ও ডাম্পারের। এত জোরে সংঘর্ষ হয় যে বাসের সামনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত যাত্রীরা নেমে আসছিলেন, এমন সময়ই আগুন লেগে যায়। ভিতরেই আটকে পড়ে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়।
#WATCH | Madhya Pradesh: Rescue operation underway in Guna district, as a bus caught fire after hitting a dumper truck. The fire has been doused off. pic.twitter.com/Je7cVKJw9a
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) December 27, 2023
পুলিশের তরফে জানানো হয়েছে, বাস থেকে ১৭ জন আহত যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল। বাসের ভিতর থেকে ১৩ জন যাত্রীর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে। দেহগুলি এতটাই পুড়ে গিয়েছে যে চিহ্নিতকরণ সম্ভব নয়। ডিএনএ পরীক্ষা করেই দেহ শনাক্ত করা হবে।
কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তে অনুমান, ঘন কুয়াশার কারণেই উল্টোদিক থেকে আসা বাসটিকে দেখতে পায়নি ডাম্পার। এর কারণেই মুখোমুখি সংঘর্ষ হয়।
এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই শোক প্রকাশ করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা এবং আহতদের পরিবারপিছু ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা করেছেন তিনি।