লেহতে নদী পার করতে গিয়ে ভেসে গেল সেনা ট্যাঙ্কার, মৃত্যু কমপক্ষে ৫ জওয়ানের

ঈপ্সা চ্যাটার্জী |

Jun 29, 2024 | 11:55 AM

Indian Army: শুক্রবার রাত ১টা নাগাদ লেহ-র দৌলতবেগ ওল্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছেই সামরিক মহড়া চলছিল। নদীতে নামানো হয় ট্যাঙ্কার। কিন্তু হঠাৎই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটে। ভেসে যায় ট্যাঙ্কারটি।

লেহতে নদী পার করতে গিয়ে ভেসে গেল সেনা ট্যাঙ্কার, মৃত্যু কমপক্ষে ৫ জওয়ানের
ফাইল চিত্র
Image Credit source: Twitter

Follow Us

লাদাখ: নদী পার করতে গিয়ে বিপত্তি। লেহ-তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে নদী পার করতে গিয়েই ভেসে গেল ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কার। দুর্ঘটনায় কমপক্ষে ৫ জওয়ানের মৃত্যু হয়েছে। বাকিদের উদ্ধারে শুরু হয়েছে অভিযান।

ভারতীয় সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ১টা নাগাদ লেহ-র দৌলতবেগ ওল্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছেই সামরিক মহড়া চলছিল। নদীতে নামানো হয় ট্যাঙ্কার। কিন্তু হঠাৎই নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বিপত্তি ঘটে। ভেসে যায় ট্যাঙ্কারটি।

এখনও পর্যন্ত ১ জন জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ আরও চারজন।  তাদের মৃত বলেই আশঙ্কা করা হচ্ছে।

জানা গিয়েছে, জওয়ানদের প্রশিক্ষণ চলছিল। ছিলেন জুনিয়র কমিশনড অফিসারও। লেহ থেকে ১৪৮ কিলোমিটার দূরে বোধী নদী পার করার সময় নদীর জলস্তর বাড়তে থাকে। এরপরই নদীতে ডুবে যায় ট্যাঙ্কারটি।

Next Article