হায়দরাবাদ: ২-৩ কিলোমিটার দূর থেকেও দুর্গন্ধ আসছে। আশেপাশে তো টেকা দায়! যে পুকুর থেকে কোটি কোটি টাকা আয় হয়, সেখানেই আজ শুধু লাশ ভর্তি। মরা মাছে ভরে গেল পুকুর। শয়ে শয়ে নয়, হাজার হাজার মাছের মৃত্যু। রাতারাতি কীভাবে এত মাছ মরে গেল, তা নিয়ে উঠেছে প্রশ্ন।
তেলঙ্গানার পাটনচেরুর ছিটকুল গ্রামে একটি বড় পুকুরে মাছের মড়ক শুরু হয়েছে। প্রায় ১০ টন মাছ মারা গিয়েছে বলে জানা গিয়েছে। পুকুরে ক্রমাগত মরা মাছ ভেসে উঠতে দেখেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মৎস দফতরের কর্মীরাও। জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, ওই পুকুরে মাছ চাষ হত। গত বছরের শেষভাগেই মৎস দফতরের তরফে দেড় লক্ষ পোনা মাছ ছাড়া হয়েছিল। গ্রামের শতাধিক পরিবারের জীবনযাপন এই মাছ চাষ করেই। ১০ টনের কাছাকাছি মাছের মৃত্যুতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়ে গিয়েছে।
প্রাথমিক অনুমান, পুকুরে রাসায়নিক বর্জ্য পদার্থ ফেলা হয়েছিল। এর জেরেই মাছের মৃত্যু হয়েছে। পিসিবির কর্মকর্তারা পরীক্ষা করে দেখেছেন, জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কম ছিল। তবে মাছের মৃত্যুর সঠিক কারণ ল্যাব রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে।