হায়দরাবাদ: অনেকদিন বাদে মিড ডে মিলে ভাল খাবার মিলবে। সকাল থেকেই অধীর আগ্রহে বসেছিল পড়ুয়ারা। ক্লাসে যেন মনই বসছিল তাদের। দুপুরে পাতে গরম গরম খাবার পড়তেই পেট ভরে খেয়েছিল সবাই। কিন্তু কিছুক্ষণ পরই যে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, তা দূর-দূরান্তেও কল্পনায় আসেনি কারোর। ঘণ্টাখানেকের মধ্যেই হাসপাতালে ভর্তি করাতে হল কমপক্ষে ৫০ পড়ুয়াকে। ৮ পড়ুয়ার অবস্থা সঙ্কটজনক।
জানা গিয়েছে, জেলা পরিষদ হাইস্কুলে মিড ডে মিল খেয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়ে বহু পড়ুয়া। বমি, পেট ব্যথা, মাথা ঘোরার মতো উপসর্গ দেখা দেয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতেই, তড়িঘড়ি পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করানো হয়।
ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার নারায়ণপেট জেলায়। সেখানে মাগানুর মণ্ডল সেন্টারে জেলা পরিষদ স্কুলেই মি ডে মিল খেয়ে অসুস্থ হয়ে পড়ে কমপক্ষে ৫০ পড়ুয়া। এর মধ্যে ৮ জন পড়ুয়ার অবস্থা সঙ্কটজনক। বর্তমানে তাদের মাকটাল সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
জানা গিয়েছে, মিড ডে মিল খাওয়ার কিছুক্ষণ পরই পড়ুয়ারা অসুস্থ বোধ করে। কয়েকজনের বমি শুরু হয়। এরপর একাধিক পড়ুয়া অজ্ঞান হয়ে যায়। কিছু পড়ুয়ার অভিযোগ, মিড ডে মিলের ভাত কাঁচা ছিল। খাবারের গুণমান নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
বিষয়টি জানতে পেরেই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্থ রেড্ডি খোঁজ নেন। পড়ুয়াদের চিকিৎসার যাতে যথাযথ ব্যবস্থা করা হয়, তার নির্দেশও দেন। জেলাশাসককে বিষয়টির তদন্ত করে মুখ্যমন্ত্রীর অফিসে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।