পুণে: মোমবাতি তৈরির কারখানায় লাগল আগুন। এর জেরে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে জখম হয়েছেন অন্তত ৮ জন। শুক্রবার মহারাষ্ট্রের পুণের কাছে তালওয়াড়ে গ্রামে ঘটেছে এই দুর্ঘটনা। জানা গিয়েছে, ওই কারখানায় জন্মদিনে ব্যবহৃত স্পার্কলিং মোমবাতি তৈরি করা হত।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তালওয়াড়ের জ্যোতিবাবাজার এলাকায় রয়েছে রানা ইঞ্জিনিয়ারিংয়ের কারখানা। সেই কারখানার ভিতরেই শুক্রবার দুপুর ৩টে নাগাদ আগুন লাগে। আগুন লাগার পর বেশ কয়েকটি জোরাল বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। জানা গিয়েছে, ওই কারখানার মধ্যে প্রচুর দাহ্য পদার্থ মজুত করা ছিল। তাই আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে কর্মরত শ্রমিকদের এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অনেক কর্মী গুরুতর জখমও হয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলবাহিনী। সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনা নিয়ে পিম্পড়ি-ছিন্চওয়াড় পুর কর্পোরেশনের দমকল অফিসার ঋষিকান্ত ছিপাড়ে বলেছেন, “২.৪৯ নাগাদ আমরা আগুন লাগার খবর পাই। যে কারখানার ভিতর আগুন লেগেছে, সেখানে বেআইনিভাবে স্পার্কলিং ক্যান্ডেল তৈরি করা হত। প্রচণ্ড দাহ্য বস্তু এর জেরে মজুত ছিল সেখানে। ওই কারখানার দেওয়াল দেখেই বোঝা যাচ্ছে সেখানে জোরালো বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।”
VIDEO | A fire broke out in a factory near Talwade industrial area in Pimpri Chinchwad near Pune earlier today. Several workers were feared trapped in the incident. More details are awaited. pic.twitter.com/d5pr0VNqgb
— Press Trust of India (@PTI_News) December 8, 2023
ঘটনা নিয়ে এক প্রত্যক্ষদর্শী বলেছেন, “আগুন লাগার পরই দমকলের ৫-৬টি ইঞ্জিন এসেছিল। এক ঘণ্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অনেক অ্যাম্বুল্যান্স এসেছিল। আহতকদের হাসপাতালে নিয়ে গিয়েছে। বেশ কয়েক জন মারা গিয়েছে শুনলাম।” দমকলের পাশাপাশি পিম্পড়ি ছিন্চওয়াড়ের পুরনিগমের কমিশনার শেখর সিং এবং পুলিশ কমিশনার বিনয় কুমার চৌবে ঘটনাস্থলে পৌঁছেছেন বলে জানা গিয়েছে।