ভুবনেশ্বর: দুই বছরের বন্দিদশা কাটিয়ে স্কুলে ফিরেছে পড়ুয়ারা। এদিকে কয়েক মাস কাটতেই ফের বাড়ছে করোনার প্রকোপ। ফের কি তবে অনলাইন ক্লাস শুরু হবে? এমনই আতঙ্ক ধরাচ্ছে বিভিন্ন স্কুলে পড়ুয়াদের করোনা সংক্রমণ। এবার একযোগে ৬৪ জন পড়ুয়ার করোনা আক্রান্ত হওয়ার খবর মিলল ওড়িশায়। রায়গড় জেলায় কমপক্ষে ৬৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে সমস্ত পড়ুয়াই উপসর্গহীন এবং বর্তমানে তারা একান্তবাসে রয়েছে বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, ওড়িশার রায়গড় জেলার কোটলাগুড়া এলাকার অন্বেষা হস্টেলে সম্প্রতিই ২৫৭ জন আবাসিক পড়ুয়ার করোনা পরীক্ষা করা হয়। ৪ মে স্বাস্থ্য মন্ত্রকের তরফে যে আরটি-পিসিআর পরীক্ষা করানো হয়, তাতে ৪৪ জন পড়ুয়ার করোনা রিপোর্ট পজেটিভ আসে।
একইভাবে ওই জেলারই বিশমাম কটক ব্লকের হাতামুনিগুড়া সরকারি হাইস্কুলেও করোনা পরীক্ষা করা হলে, সেখানে ২০ জন পড়ুয়ার করোনা রিপোর্ট পজেটিভ আসে। একসঙ্গে এত সংখ্যক পড়ুয়ার করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জেলা প্রশাসনও। রায়গড় জেলা উন্নয়ন আধিকারিক অশোক কুমাপ সতপথি ওই হস্টেলে যান এবং সেখানে স্যানিটাইজেশন প্রক্রিয়া খতিয়ে দেখেন।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, স্কুলগুলিতে সংক্রমণ রুখতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করা হচ্ছে। রায়গড়ে মোট আটটি হস্টেল রয়েছে, সেখানের পড়ুয়াদের করোনা পরীক্ষাও করানো হতে পারে। সমস্ত পড়ুয়ারা যাতে মাস্ক পরে থাকে এবং স্কুলে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়, তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
একসঙ্গে ৬৪ জন পড়ুয়া করোনা আক্রান্ত হওয়ায় রাজ্য়ে একদিনে করোনা আক্রান্তের সংখ্যাও বিগত দুই মাসে সর্বোচ্চ সংখ্য়ায় পৌঁছেছে। এই ঘটনার পরেই স্বাস্থ্য দফতর সমস্ত জেলা আধিকারিকদের সংক্রমণের হারের উপর কড়া নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। সংক্রমণ রুখতে মাইক্রো স্তরে পরিকল্পনার কথাও বলা হয়েছে।