পটনা: আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। শিবের মাথায় জল ঢালতে ভিড় পুণ্য়ার্থীদের। আর এই ভিড়েই বিপত্তি। শিবের মাথায় জল ঢালতে গিয়ে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে ৭ জনের। এরমধ্য়ে ৫ জনই মহিলা। আহত হয়েছেন আরও কমপক্ষে ১২ জন। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। সিদ্ধেশ্বর মন্দিরে শিবের জলাভিষেক হওয়ার সময়ই দুর্ঘটনা ঘটে।
বিহারের জেহানাবাদে অত্যন্ত জাগ্রত সিদ্ধেশ্বরনাথের মন্দির। সেখানেই মধ্য রাতে এই বিপত্তি ঘটে। পুলিশের তরফে জানানো হয়েছে, রাত ১টার দিকে মন্দিরে শিবের জলাভিষেক শুরু হয়। ভক্তরা হুড়োহুড়ি শুরু করে জল ঢালার জন্য। প্রচণ্ড ভিড়ের চাপেই ধাক্কাধাক্কি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মাটিতে পড়ে যান কয়েকজন পূণ্যার্থী। ভিড়ের চাপে পদপিষ্ট হন তারা। এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। গুরুতর জখম আরও ১২ জন।
#WATCH | Manoj, an eyewitness to the stampede at Baba Siddhnath Temple in Bihar’s Jehanabad, says, “…Had the Administration worked well, the flower seller would not have picked a fight. There was a brawl. It happened right before us. So many of us were trapped there, someone… pic.twitter.com/Z92keGsnhI
— ANI (@ANI) August 12, 2024
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান জেহানাবাদের স্টেশন ইনচার্জ দিবাকর বিশ্বকর্মা। পুলিশ সুপার ও জেলাশাসকও ঘটনাস্থলে পৌঁছেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
#WATCH | Bihar: Divakar Kumar Vishwakarma, SHO Jehanabad says, “DM and SP visited the spot and they are taking stock of the situation…A total of seven people have died…We are meeting and inquiring the family members (of the people dead and injured)…We are trying to identify… https://t.co/yw6e4wzRiY pic.twitter.com/lYzaoSzVPH
— ANI (@ANI) August 12, 2024
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)