Defence exports: আগামী ৫ বছরে ‘আত্মনির্ভর’ ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি তাক লাগাবে বিশ্বকে

Aug 12, 2024 | 1:36 PM

Defence exports: ভারত বর্তমানে বিশ্বের ৮৫টি দেশে সেনা সরঞ্জাম রফতানি করে। দেশের প্রায় ১০০টি সংস্থা এই প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে যুক্ত। মিশাইল, রকেট,সাঁজোয়া গাড়ির মতো প্রতিরক্ষা সরঞ্জাম ভারত থেকে কেনে বিশ্বের বিভিন্ন দেশ। গত দশ বছরের বিদেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি যেমন বেড়েছে, তেমনই প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি কমেছে।

Defence exports: আগামী ৫ বছরে আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি তাক লাগাবে বিশ্বকে
ফাইল ফোটো

Follow Us

নয়াদিল্লি: ২০১৪ সালে ক্ষমতায় আসার পরই আত্মনির্ভর ভারতের কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে ‘আত্মনির্ভর’ ভারত এবার রফতানি আরও বাড়াচ্ছে। আগামী ৫ বছরে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি বার্ষিক ৫০ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া ভারতের লক্ষ্য। রবিবার একথা জানান প্রতিরক্ষা দফতরের আধিকারিক। ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকের রফতানি রিপোর্ট পেশ করেছে প্রতিরক্ষা মন্ত্রক।

ওই রিপোর্টে দেখা গিয়েছে, এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ৬ হাজার ৯১৫ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করা হয়েছে। যা গত অর্থবর্ষের এই সময়কালের থেকে ৭৮ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবর্ষে এপ্রিল থেকে জুনের মধ্যে ৩ হাজার ৮৮৫ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করা হয়েছিল।

চলতি বছরের এপ্রিলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছিল, ২০২৩-২৪ অর্থবর্ষে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি ৩২.৫ শতাংশ বেড়েছে। ওই অর্থবর্ষে মোট ২১ হাজার কোটি টাকার বেশি প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি হয়েছিল। প্রথমবার প্রতিরক্ষা সরঞ্জামের রফতানি ২১ হাজার কোটির গণ্ডি ছুঁয়েছিল। তার আগে ২০২২-২৩ অর্থবর্ষে ১৫ হাজার ৯২০ কোটি টাকার প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করেছিল ভারত। ২০১৩-১৪ অর্থবর্ষের তুলনায় গত ১০ বছরে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি ৩১ গুণ বেড়েছে। ২০২৮-২৯ অর্থবর্ষে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি ৫০ হাজার কোটি টাকা করা লক্ষ্য।

ভারত বর্তমানে বিশ্বের ৮৫টি দেশে সেনা সরঞ্জাম রফতানি করে। দেশের প্রায় ১০০টি সংস্থা এই প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে যুক্ত। মিশাইল, রকেট,সাঁজোয়া গাড়ির মতো প্রতিরক্ষা সরঞ্জাম ভারত থেকে কেনে বিশ্বের বিভিন্ন দেশ। গত দশ বছরের বিদেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি যেমন বেড়েছে, তেমনই প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিরক্ষা সরঞ্জামে আত্মনির্ভর ভারত বিশ্বের কাছে ভরসাস্থল হয়ে উঠছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article