Jyotiraditya Scindia: Jyotiraditya Scindia: ‘দেশে অরাজকতা ছড়ানোই কংগ্রেসের কাজ’, আক্রমণ জ্যোতিরাদিত্যর

Aug 11, 2024 | 9:04 PM

Jyotiraditya Scindia: কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কথা তুলে ধরে এদিন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রত্যেক বিজেপি কর্মী দেশকে উন্নয়নের পথে নিয়ে চলেছেন। সেখানে কংগ্রেসের একটাই কাজ। দেশে অরাজকতা ছড়ানো। আর দেশকে বিতর্কের মধ্যে জড়ানো।"

Jyotiraditya Scindia: Jyotiraditya Scindia: দেশে অরাজকতা ছড়ানোই কংগ্রেসের কাজ, আক্রমণ জ্যোতিরাদিত্যর
জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (ফাইল ফোটো)

Follow Us

গোয়ালিয়র: আদানি গ্রুপ নিয়ে হিন্ডেনবার্গের রিপোর্ট ঘিরে শোরগোল পড়েছে জাতীয় রাজনীতিতে। যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবিতে সরব হয়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে কংগ্রেসকে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা গুনার বিজেপি সাংসদ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই ইস্যুতে রবিবার তিনি বলেন, “কংগ্রেসের একটাই কাজ। দেশে অরাজকতা ছড়ানো।” কংগ্রেস দেশের মানুষকে অন্ধকারের রাখার চেষ্টা করছে বলে আক্রমণ করেন তিনি।

কেন্দ্রীয় সরকারের উন্নয়নের কথা তুলে ধরে এদিন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রত্যেক বিজেপি কর্মী দেশকে উন্নয়নের পথে নিয়ে চলেছেন। সেখানে কংগ্রেসের একটাই কাজ। দেশে অরাজকতা ছড়ানো। আর দেশকে বিতর্কের মধ্যে জড়ানো।”

চব্বিশের লোকসভা নির্বাচনে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসেছে এনডিএ। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী। বিজেপির উন্নয়নের কথা টেনে কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেন, “কংগ্রেস শুধু মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এবং মানুষকে অন্ধকারে রাখার চেষ্টা করে। শুরু থেকে এটাই তাদের পদ্ধতি এবং সেইমতো তারা কাজ করে।”

হিন্ডেনবার্গের রিপোর্ট নস্যাৎ করে বিবৃতি দিয়েছে আদানি গ্রুপ। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ” হিন্ডেনবার্গের রিপোর্ট আগেই ভিত্তিহীন বলে প্রমাণিত হয়েছে। হিন্ডেনবার্গের রিপোর্টকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article