নয়াদিল্লি: উচ্চ ফলনশীল। জলবায়ু সহনশীল। এমন ১০৯ জাতের ৬১টি শস্যের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার নয়াদিল্লিতে এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে নতুন জাতের এই শস্যগুলির সূচনা করেন তিনি। নতুন জাতের এই শস্যগুলি তাঁদের আয় বাড়াবে বলে কৃষকদের আশা। এদিন ওই অনুষ্ঠানে কৃষিবিজ্ঞানী ও কৃষকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। জৈব চাষের উপকারিতা নিয়েও আলোচনা করেন।
এদিন ওই ১০৯ জাতের ৬১টি শস্যের গুরুত্ব নিয়ে কৃষিবিজ্ঞানীদের সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী। আবার কৃষকরা প্রধানমন্ত্রীকে বলেন, নতুন জাতের এই শস্যগুলি চাষ করার ক্ষেত্রে তাঁদের খরচ কম হবে। ফলে তাঁরা লাভবান হবেন। এবং এই শস্যগুলি পরিবেশের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এই ৬১টি শস্যের মধ্যে ৩৪টি মাঠে চাষ হয়। এবং ২৭টি উদ্যান-শস্য।
বাজরার গুরুত্ব নিয়েও এদিন আলোচনা করেন প্রধানমন্ত্রী মোদী। মানুষ এখন পুষ্টিকর খাদ্য খাওয়ার দিকে ঝুঁকছে। জৈব চাষের উপকারিতা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। জৈব চাষের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়ছে বলে তিনি মন্তব্য করেন। মোদী বলেন, মানুষ এখন জৈব খাদ্য খাচ্ছে। তাই জৈব খাদ্যের চাহিদা ক্রমশ বাড়ছে। কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক চাষে জোর দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান কৃষকরা।
মানুষকে সচেতন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রেরও প্রশংসা করেন কৃষকরা। প্রধানমন্ত্রী বলেন, নতুন এই জাতের শস্যগুলির সুবিধা কৃষকদের কাছে তুলে ধরতে সদর্থক ভূমিকা নিতে হবে কৃষি বিজ্ঞান কেন্দ্রকে। নতুন জাতের এই শস্যগুলির জন্য কৃষিবিজ্ঞানীদের উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রধানমন্ত্রী। কৃষিবিজ্ঞানীরা জানান, অব্যবহৃত শস্যগুলিকে নতুন করে তুলে আনার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে কাজ করে চলেছেন তাঁরা।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)