Video: রাস্তায় পড়ে দেহ, হোটেল ভেঙে ঢুকে গেল ট্রাক, মৃত অন্তত ১৫

অমর্ত্য লাহিড়ী | Edited By: সঞ্জয় পাইকার

Jul 04, 2023 | 9:34 PM

Maharashtra accident: মুম্বই-আগ্রা হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের এক হোটেলে সজোরে ধাক্কা মারল একটি ট্রাক। ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত।

Video: রাস্তায় পড়ে দেহ, হোটেল ভেঙে ঢুকে গেল ট্রাক, মৃত অন্তত ১৫
দুর্ঘটনার পর উল্টে পড়ে আছে কন্টেইনার ট্রাকটি
Image Credit source: Twitter

Follow Us

মুম্বই: মহারাষ্ট্র ধুলে জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। মুম্বই-আগ্রা হাইওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের এক হোটেলে সজোরে ধাক্কা মারল একটি ট্রাক। এই ঘটনায় অন্তত পনেরো জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় এক পুলিশ কর্তা জানিয়েছেন, বেলা ১২টা নাগাদ ধুলে জেলায় শিরপুর মহকুমার পালাসনার গ্রামের কাছে, মুম্বই-আগ্রা হাইওয়ের উপর এই দুর্ঘটনা ঘটেছে। জায়গাটি মুম্বই থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে। ট্রাকটি আসছিল মধ্যপ্রদেশ থেকে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ব্রেক ফেল করেই এই দুর্ঘটনাটি ঘটেছে। হতাহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

ঘটনার যে ছবি ও ভিডিযোগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তাতে দেখা যাচ্ছে একটি বড় মাপের কন্টেইনার ট্রাক উল্টে পড়ে রয়েছে। ধাক্কার অভিঘাতে ট্রাকটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বেশ কয়েকটি গাড়িরও ট্রাকটির ধাক্কায় ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তার উপর বেশ কিছু দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতেও দেখা গিয়েছে। ঘটনাস্থলে জড়ো হয়েছেন স্থানীয় মানুষ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে পুলিশকর্মীরাও।

 

Next Article