সিমলা: ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ল শিব মন্দির। সোমবার সকালেই হিমাচল প্রদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সিমলার একটি মন্দির ভেঙে পড়ে। মন্দিরে চাপা পড়ে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। এখনও ভিতরে কমপক্ষে ১২ জন আটকে রয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।
জানা গিয়েছে, শ্রাবণ মাসের সোমবারে শিবলিঙ্গের মাথায় জল ঢালতে সিমলার সামার হিলসের শিব মন্দিরে ভিড় জমিয়েছিলেন পুণ্যার্থীরা। দুর্ঘটনার সময়ে কমপক্ষে ৫০ জন ভক্ত উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মন্দির। পুজো দিতে যারা মন্দিরের ভিতরে ঢুকেছিলেন, তারা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান। এই মন্দিরটি অনেক পুরনো বলেই জানা গিয়েছে।
WATCH | Shimla’s Summer Hill area hit by landslide; few people feared dead, operation underway to rescue stranded persons
CM Sukhvinder Singh Sukhu and state minister Vikramaditya Singh are on present on the spot pic.twitter.com/sjTLSG3qNB
— ANI (@ANI) August 14, 2023
মুখ্য়মন্ত্রী সুখবিন্দর সিং সুখু জানিয়েছেন, মন্দিরের ভিতর থেকে এখনও অবধি নয়জনের দেহ উদ্ধার করা হয়েছে। কমপক্ষে আরও ১২ জন আটকে রয়েছেন। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে। ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী।
#WATCH | Landslide strikes a temple building in Shimla following heavy rainfall in the area, operation underway to rescue stranded persons
(Video source: Police) pic.twitter.com/MVYxIS9gt3
— ANI (@ANI) August 14, 2023
মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু টুইট করে বলেন, “সিমলা থেকে উদ্বেগজনক একটা খবর এসেছে। লাগাতার ভারী বৃষ্টির জেরে সামার হিলসে একটি শিব মন্দির ভেঙে পড়েছে। এখনও অবধি নয়জনের দেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ধ্বংসস্তূপ সরিয়ে ভিতরে আটকে থাকা পুণ্যার্থীদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।”
গত ৪৮ ঘণ্টা ধরে হিমাচল প্রদেশে একটানা বৃষ্টি হয়েছে। এরফলে বিপাশা নদীর জলস্তর বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। একাধিক জায়গায় ধসও নেমেছে ভারী বৃষ্টির জেরে। বন্ধ প্রায় ৪৫০টিরও বেশি রাস্তা। এদিকে, রবিবার রাতে হিমাচল প্রদেশের সোলানে মেঘভাঙা বৃষ্টি নামে। বৃষ্টি, জলের তোড়ে ভেসে কমপক্ষে সাত জনের মৃত্যু হয়েছে।
Himachal Pradesh | Landslides struck a temple, posing a threat to nearby buildings. Several people stranded. Details awaited: SP Shimla Sanjeev Kumar Gandhi
(File photo) pic.twitter.com/BRAkKFlJVl
— ANI (@ANI) August 14, 2023
আবহাওয়া দফতর আগামী ১৭ অগস্ট অবধি বজ্রপাত, ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে।