পটনা: কানওয়ার যাত্রার পথে বিপত্তি। হাইটেনশন তারে স্পর্শ লেগে মৃত্যু হল কমপক্ষে নয়জনের। গুরুতর জখম আরও ছয়জন। এদের মধ্যে দুইজনের অবস্থা সঙ্কটজনক। ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে বিহারের হাজিপুরে।
জানা গিয়েছে, বিহারের বৈশালী জেলায় হাজিপুর দিয়ে যাচ্ছিল কানওয়ার যাত্রীদের প্রসেশন। একটি গাড়ি আচমকাই হাই টেনশন তারের সংস্পর্শে আসে। সঙ্গে সঙ্গে গোটা গাড়িতেই তড়িদাহত হয়। বিদ্যুতের ঝটকায় কমপক্ষে ৯ জন কানওয়ার যাত্রীর মৃত্যু হয়েছে। আহত আরও ৬ জন। তাদের হাজিপুরের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, কানওয়ার যাত্রীরা জেঠুই নিজামত গ্রামের বাসিন্দা। তাঁরা সোনপুর পাহলেজা ঘাট থেকে জল নিয়ে আসছিল। গাড়িতে ডিজে বসানো ছিল। ওই বৈদ্যুতিক যন্ত্রই বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে গোটা গাড়িতে বিদ্য়ুৎ ছড়িয়ে পড়ে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গাড়িটির উচ্চতা অনেকটা বেশি ছিল। সাজ-সজ্জার কারণে তা আরও উচু হয়ে যায় এবং হাইটেনশন তারের সংস্পর্শে এসে গাড়িতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।