মুম্বই: শুক্রবার (১২ জানুয়ারি) ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু, মুম্বই ট্রান্স হারবার লিঙ্কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২১.৮ কিলোমিটার দীর্ঘ এই সমুদ্র সেতু, নবি মুম্বইকে দক্ষিণ মুম্বইয়ের সঙ্গে সংযুক্ত করবে। এতদিন এই পথ যেতে অন্তত দুই ঘন্টা সময় লাগত। নয়া সেতু তৈরির ফলে, যাত্রার সময় কমে দাঁড়াবে মাত্র ১৫ থেকে ২০ মিনিট। এর ফলে, ওই এলাকার অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উন্নয়ন ঘটবে বলে দাবি করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তবে, ১৮,০০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সমুদ্র সেতুতে অটোরিকশা, ট্রাক্টর এবং মোটরবাইক চালানো যাবে না।
মুম্বই পুলিশ জানিয়েছে, অটল সেতুতে চার চাকার গাড়িগুলির সর্বোচ্চ গতিসীমা রাখা হয়েছে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এর মধ্যে রয়েছে হালকা মোটর গাড়ি, মিনিবাস, টু-এক্সেল বাস, এবং ট্যাক্সির মতো যানবাহন। সেতুতে ওঠার এবং নামার সময় গতিবেগ সীমিত রাখতে হবে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। তবে, মোটরসাইকেল, মোপেড, থ্রি-হুইলার, অটো, ট্রাক্টর, ধীরগতির যানবাহন এবং পশু টানা যানবাহনকে এই সেতুতে ওঠার অনুমতি দেওয়া হবে না। মুম্বই পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, এই সমুদ্র সেতুতে যাতে কোনও দুর্ঘটনা না ঘটে এবং জনগণের কোনও অসুবিধা না হয়, চলার পথে বাধা না আসে, তার জন্যই সমুদ্র সেতুতে নির্দষ্ট গতিসীমা আরোপ করা হচ্ছে। ধীর গতির যানবাহনগুলি চললে, গতির হেরফেরে বিপদের সম্ভাবনা ছিল। তা রোধ করতেই এই বিধিনিষেধ।
এই সেতুটি মুম্বইয়ের সেউরি থেকে শুরু হয়ে রায়গড় জেলার উরান মহকুমার নাভা শেভাতে শেষ হযেছে। মাল্টি-এক্সেল ভারী যানবাহন, বাস এবং ট্রাকগুলি, যেগুলি মুম্বইয়ের দিকে যাবে, সেগুলি ইস্টার্ন ফ্রিওয়েতে প্রবেশ করতে পাব়বে না। তাদেরকে মুম্বই পোর্ট-সেউরি এক্সিট দিয়ে গিয়ে ‘গাড়ি আড্ডা’-র কাছে এমবিপিটি রোড দিয়ে যেতে হবে। এই সমুদ্র সেতুটির ১৬.৫০ কিলোমিটার রয়েছে সমুদ্রের বুকে। আর মাটির উপর রয়েছে ৫.৫ কিলোমিটার।