ভারতীয় রেলের উচ্চগতির ট্রেন হিসাবে চালু করা হয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা সর্বোচ্চ গতিতে এই ট্রেন চালানোর পরিকল্পনা করা হয়। দেশের প্রতিটি প্রান্তে এই এক্সপ্রেসের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু পরিকাঠামোর জন্য অনেক রুটেই কাঙ্খিত গতিতে ছুটতে পারেনি বন্দে ভারত এক্সপ্রেস। কিছু কিছু রুটে খুব অল্প দূরত্ব ওই স্পিডে যেতে পেরেছে বন্দে ভারত। এখন প্রশ্ন হল, বন্দে ভারত এক্সপ্রেসের গড় গতি কত? সম্প্রতি আরটিআই-এর জবাবে বন্দে ভারতের গতির বিষয়ে জানিয়েছে রেল মন্ত্রক। সেই তথ্য অনুযায়ী বন্দে ভারতের গতি দিনে দিনে কমছে!
রেল মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০-২১ সালে বন্দে ভারত এক্সপ্রেসের গড় গতি ছিল ৮৪.৪৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। ২০২২-২৩ অর্থবর্ষে তা আরও কমেছে। ওই বর্ষে বন্দে ভারতের গড় গতি ছিল ৮১.৩৮ কিলোমিটার প্রতি ঘণ্টা। এতেই শেষ নয়, এর পরের বছর আরও কমেছে বন্দে ভারতের গতি। ২০২৩-২৪ বর্ষে বন্দে ভারতের গতি ছিল ৭৬.২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। অর্থাৎ চালুর পর থেকে যত দিন গড়িয়ে তত কমেছে বন্দে ভারতের গতি। যা মোটেই কাঙ্খিত নয়।
তবে সব বন্দে ভারতের গতি যে এতটা কম তা নয়। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুর্গম এলাকার মধ্যে দিয়ে যে সমস্ত বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত করে, সেগুলির গতি তুলনায় কম। আবার কিছু রুটে পরিকাঠামো দুর্বল থাকায় সতর্কতা মূলক পদক্ষেপ হিসাবে বন্দে ভারত কম গতিতে যেতে বাধ্য হয়। রেল মন্ত্রকের পক্ষে আরও জানানো হয়েছে, কেবল বন্দে ভারতই নয়। বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের গতি কমেছে পরিকাঠামোগত কাজের জন্য। বেশ কিছু রুটে পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হলে বন্দে ভারতের গতি বৃদ্ধি করা সম্ভব হবে বলেও আশা রেল মন্ত্রকের।