Ayodhya Masjid: অযোধ্যার মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন কবে হবে? জানালেন বিজেপি নেতা

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 15, 2023 | 10:21 PM

Ayodhya mosque: অযোধ্যা রাম মন্দিরের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী বছরই মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। পাশাপাশি অযোধ্যায় মসজিদ নির্মাণের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালেই অযোধ্যার প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হবে। শুক্রবার খবরটি জানিয়েছেন অযোধ্যা মসজিদ উন্নয়ন কমিটির চেয়ারম্যান তথা বিজেপি নেতা হাজি আরফত শেখ।

Ayodhya Masjid: অযোধ্যার মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন কবে হবে? জানালেন বিজেপি নেতা
অযোধ্যার মসজিদ।
Image Credit source: twitter

Follow Us

অযোধ্যা: অযোধ্যা রাম মন্দিরের (Ram temple) নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী বছরই মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। পাশাপাশি অযোধ্যায় মসজিদ (Ayodhya mosque) নির্মাণের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। ২০২৪ সালেই অযোধ্যার প্রস্তাবিত মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হবে। শুক্রবার খবরটি জানিয়েছেন অযোধ্যা মসজিদ উন্নয়ন কমিটির চেয়ারম্যান তথা বিজেপি নেতা হাজি আরফত শেখ। শুধু তাই নয়, রাম মন্দিরের মতোই অযোধ্যার মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপনেও এলাহি অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

অযোধ্যার মসজিদের নাম স্থির হয়েছে, মহম্মদ বিন আবদুল্লাহ মসজিদ। হাজি আরফত শেখ জানান, আগামী বছরের গোড়াতেই মক্কার ইমামের হাতে এই মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপিত হবে। সেই অনুষ্ঠানে মৌলবী, পীরজাদার সঙ্গে সঙ্গে সাধু-সন্তদেরও আমন্ত্রণ জানানো হবে। ভিত্তিপ্রস্থর স্থাপনের পর ৫-৬ বছরের মধ্যে মসজিদটির নির্মাণকাজ সম্পন্ন হবে এবং সেই অনুষ্ঠানে মক্কার মসজিদের প্রধান ইমাম-সহ বিভিন্ন দেশের শীর্ষ মৌলবী উপস্থিত থাকবেন বলে হাজি আরফত জানিয়েছেন।

প্রসঙ্গত, অযোধ্যা থেকে ২৫ কিলোমিটার দূরে ধান্যিপুরে মহম্মদ বিন আবদুল্লাহ মসজিদটি নির্মিত হচ্ছে। সুপ্রিম কোর্টের নির্দেশেই এই মসজিদ নির্মাণ হচ্ছে। উত্তর প্রদেশের সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশনের প্রধান ট্রাস্টি ও প্রেসিডেন্ট জুফার আহমেদ ফারুকিও জানান, আগামী বছর মহম্মদ বিন আবদুল্লাহ মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে বিভিন্ন দেশের মৌলবীদের আমন্ত্রণ জানানো হবে। এছাড়া মসজিদের নির্মাণ সম্পন্ন হলে বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।

মসজিদের পাশাপাশি সংলগ্ন এলাকায় কলেজ ও দুটি হাসপাতাল তৈরি করারও পরিকল্পনা করেছে মসজিদ উন্নয়ন কমিটি। যেখানে সব ধর্মের মানুষ পড়াশোনা ও চিকিৎসা করাতে পারবে। দুটি হাসপাতালের মধ্যে একটি ক্যানসার হাসপাতাল করা হবে এবং সব সম্প্রদায়ের লোকেদের জন্য একটি নিরামিষ কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে বলেও হাজি শেখ জানিয়েছেন।

উপরন্তু, ক্যান্সারের চিকিৎসার জন্য একটি সহ দুটি হাসপাতাল তৈরি করা হবে, শেখ বলেন, সব ধর্মের লোকেদের জন্য একটি নিরামিষ সম্প্রদায় কেন্দ্রও তৈরি করা হবে।

Next Article