Gold Mine: সোনার খনি মিলল এই জেলায়, খুশিতে ভাসছেন গ্রামবাসীরা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 16, 2023 | 6:30 AM

বেশ কয়েকটি গ্রামে সমীক্ষা চালায় জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। সেখানকার মাটির তলাতেই প্রচুর সোনা জমা রয়েছে বলে জানিয়েছে জিএসআই। তবে তা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ওই এলাকায় কত সোনা রয়েছে। কত এলাকা জুড়ে এই সোনা রয়েছে। তা অবশ্য এখনও জানা যায়নি।

Gold Mine: সোনার খনি মিলল এই জেলায়, খুশিতে ভাসছেন গ্রামবাসীরা
সোনার খনি
Image Credit source: Twitter

Follow Us

কু্র্নুল: অন্ধ্র প্রদেশের কুর্নুল জেলায় একটি বিশেষত্ব রয়েছে। এই জেলায় যত না ফসল ফলে তার থেকে বেশি হিরে পাওয়া যায় চাষের জমি থেকে। অন্তত গত কয়েক বছরে বেশ কয়েক বার এ রকম ঘটনা ঘটেছে। এর পর থেকে সেখানকার কৃষকরা ফসল ফলাতে যত না আগ্রহী তার থেকে বেশি আগ্রহী হিরে খুঁজতে। সম্প্রতি ওই জেলার একটি এলাকায় সমীক্ষা করেছে জিএসআই। সেই সমীক্ষায় উঠে এসেছে সোনার উপস্থিতি।

কুর্নুল জেলার আসপারি মণ্ডলের বেশ কয়েকটি গ্রামে সমীক্ষা চালায় জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া। সেখানকার মাটির তলাতেই প্রচুর সোনা জমা রয়েছে বলে জানিয়েছে জিএসআই। তবে তা খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। ওই এলাকায় কত সোনা রয়েছে। কত এলাকা জুড়ে এই সোনা রয়েছে। তা অবশ্য এখনও জানা যায়নি। তা জানার জন্য জিএসআই আরও দীর্ঘ বিশ্লেষণ শুরু করবে। তার জন্য খুব শীঘ্রই জিএসআই-এর আধিকারিকরা যেতে পারেন সেখানে।

ওই এলাকায় এর আগে মিলেছে হিরে। অনেক কৃষকই চাষ করতে গিয়ে হিরা খুঁজে পেয়েছেন। তা পেয়ে মোটা টাকা ঘরে এনেছেন অনেকে। সেখানে এ বার সোনা থাকার খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে গ্রামবাসীদের মধ্যে। এই খবরে তাঁদের মনে খুশির হাওয়া।

Next Article