ভোপাল: সব জল্পনা শেষ করে গত সপ্তাহেই ইস্তফা দেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। ইতিমধ্যেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মোহন যাদবের নাম ঘোষণা করেছে বিজেপি। রাজ্যবাসীর কাছে মোহন যাদব নতুন মুখ হিসেবে চমক হলেও শিরবাজকে ঘিরে যে এখনও আবেগ রয়েছে, সেটাই বোঝা গেল শুক্রবার। সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন বিদিশার হনুমান মন্দিরে। আর সেখানে যেতেই তাঁকে ঘিরে ধরেন মহিলা। কেউ বলতে থাকেন ‘মামা’, কেউ বলেন ‘ভাইয়া’। কার্যত শিবরাজ জড়িয়ে কেঁদে ফেলেন তাঁরা। এই দৃশ্য দেখে কেঁদে আবেগপ্রবণ হয় পড়েন শিবরাজও। তাঁর চোখের জলও বাধ মানেনি।
মহিলাদের সবসময় বোন বলেই সম্বোধন করতেন শিবরাজ। তাঁর আমলে মহিলাদের জন্য একাধিক যোজনাও চালু করেছিলেন তিনি। এদিন মহিলারা তাঁকে কাছে পেয়ে বলতে থাকেন, শিবরাজকেই মুখ্যমন্ত্রী পদে চান তাঁরা। তাঁদের মাথায় হাত রেখে শান্ত করতে দেখা যায় বিজেপি নেতাকে। শিবরাজ তাঁদের বলেন, ‘আমি কোথাও যাচ্ছি না, এখানেই আছি।’
প্রথমে ২০০৫ থেকে ২০১৮, পরে ২০২০ থেকে ২০২৩ মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান। কার্যত দুই দশক ধরে মধ্যপ্রদেশের রাজনীতিতে তিনিই ছিলেন শেষ কথা। তবে এবার শুরু থেকেই জল্পনা ছিল মুখ্যমন্ত্রী পদ নিয়ে। গত ১৭ নভেম্বর বিধানসভা নির্বাচন হয় এই রাজ্যে। ২৩০ আসনের মধ্যে ১৬৩টি পায় গেরুয়া শিবির। বৈঠকের পর তিনবারের বিধায়ক মোহন যাদবকে মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করে বিজেপি।
শিবরাজ সিং-এর বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি তা নয়, তবে ‘লাডলি বেহনা’ নামে যে স্কিম তিনি চালু করেন, তা মনোগ্রাহী হয় মহিলা ভোটারদের। তিনি নিজেও এবার বড় মার্জিনে জয়ী হয়েছেন। বুধনি কেন্দ্র থেকে ১ লক্ষ ভোটের ফারাকে জিতেছেন শিবরাজ। তবে এবার তিনি মুখ্যমন্ত্রী পদ পাননি। উল্লেখ্য, বিজেপির সর্বাধিক সময়ের মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড রয়েছে তাঁর কাছেই।