World’s Largest Office: বিশ্বের সবথেকে বড় অফিস এবার ভারতে, পিছিয়ে গেল পেন্টাগনও, দেখুন ছবি

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 16, 2023 | 6:11 AM

World's Largest Office: অন্তত ১৭৫টি দেশের ৪২০০ ব্যবসায়ী যাতে থাকতে পারে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে ওই অফিসে। এই অফিস খুলে গেলে কাজ পাবেন অন্তত দেড় লক্ষ মানুষ। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের যাতায়াত থাকবে এই অফিসে।

Worlds Largest Office: বিশ্বের সবথেকে বড় অফিস এবার ভারতে, পিছিয়ে গেল পেন্টাগনও, দেখুন ছবি
সুরাটের সেই অফিস
Image Credit source: Official Website

Follow Us

সুরাট: বর্তমানে বিশ্বের সবথেকে বড় অফিসের তকমা রয়েছে আমেরিকার পেন্টাগনের কাছে। ৮০ বছর পর পেন্টাগনের সেই তকমা কেড়ে নিতে চলেছে ভারত। কারণ ভারতেই খুলে যাচ্ছে বিশ্বের সবথেকে বড় অফিস। নির্মাণ কাজ শেষ হয়েছে আগেই। ১৭ ডিসেম্বর অর্থাৎ রবিবারই সেই অফিস উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৩৪০০ কোটি টাকা খরচে ৩৫.৫৪ একর জমির ওপর তৈরি হয়েছে সেই অফিস। পুরো চত্বরে থাকছে ৪৫০০ দফতর। গুজরাটের সুরাটের সেই কর্পোরেট অফিস হাবের নামকরণ করা হয়েছে ‘সুরাট ডায়মন্ড বার্স’।

গুজরাটের হীরের ব্যবসার কথা অনেকেরই জানা। দেশ-বিদেশের সঙ্গে বাণিজ্য চলে এই রাজ্য থেকে। সেই বাণিজ্য আরও এগিয়ে নিয়ে যেতেই তৈরি করা হয়েছে এই অফিস। পালিশ করা হীরের ব্যবসা হবে এবার এই অফিস থেকেই।

অন্তত ১৭৫টি দেশের ৪২০০ ব্যবসায়ী যাতে থাকতে পারে, সেই ব্যবস্থাও রাখা হয়েছে ওই অফিসে। এই অফিস খুলে গেলে কাজ পাবেন অন্তত দেড় লক্ষ মানুষ। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের যাতায়াত থাকবে এই অফিসে। তাই এই অফিসকে কেন্দ্র করে কর্মসংস্থান হবে বহু মানুষের।

গত জুলাই মাসে এই অফিসের ছবি এক্স হ্যান্ডেলে শেয়ার করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই পোস্টেই উল্লেখ করা ছিল যে পেন্টাগনের থেকেও বড় হতে চলেছে এই অফিস। এই অফিস খুলে গেলে একদিকে অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রগতি হবে, অন্যদিকে কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলেও উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী।

 

Next Article