নয়া দিল্লি: রাম মন্দির উদ্বোধন উপলক্ষে ছুটি পড়েছে স্কুল-কলেজ থেকে শুরু করে সরকারি অফিসে। এবার জারি হল হাসপাতাল বন্ধ থাকার নির্দেশিকাও। শুধু অযোধ্য়া নয়, রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিন বন্ধ থাকবে দিল্লির হাসপাতালও। শনিবারই দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সের (AIIMS) তরফে জানানো হয়, ২২ জানুয়ারি অর্ধদিবস বন্ধ থাকবে হাসপাতাল।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপন করতে হাসপাতাল অর্ধদিবস বন্ধ রাখা হবে। সকাল থেকে দুপুর আড়াইটে অবধি হাসপাতাল বন্ধ থাকবে। তবে রোগীদের কথা ভেবে সমস্ত জরুরি পরিষেবা চালু থাকবে।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ২২ জানুয়ারির সকালে যে সমস্ত রোগীদের চিকিৎসকদের সঙ্গে অ্যাপয়ন্টমেন্ট ছিল, তার সময় বদলে দেওয়া হচ্ছে। যে সমস্ত অস্ত্রোপচার অত্যাবশ্যক নয়, সেগুলিও সামান্য পিছিয়ে দেওয়া হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষে জানিয়েছে, যদি কোনও রোগী আসেন, তবে তার চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হবে। প্রয়োজনে রোগী ভর্তিও নেওয়া হবে। বিকেল থেকে আউটডোর বা ওপিডি পরিষেবাও চালু থাকবে। যদি কোনও গুরুতর আহত বা জটিল রোগে আক্রান্ত রোগী আসেন যার তখনই অস্ত্রোপচার প্রয়োজন, সেই পরিষেবা দেওয়ার জন্যও চিকিৎসকরা উপস্থিত থাকবেন। কেবলমাত্র ওপিডির রোগীদের চিকিৎসককে দেখানোর সময়ই সামান্য বদল করা হচ্ছে। এক সপ্তাহের মধ্যেই তাদের অ্যাপয়ন্টমেন্ট দেওয়া হবে।
শুধু এইমসই নয়, কেন্দ্রের অর্ধদিবস ছুটির ঘোষণার পর দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালও অর্ধদিবস বন্ধ থাকবে বলে জানিয়েছে।