Ayodhya Ram Mandir: আজ রাম মন্দিরে আনা হবে রামলালাকে, একবেলা খাবার খাবেন, মেঝেতে শোবেন প্রধানমন্ত্রী
PM Narendra Modi: আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার আসল বিগ্রহকে নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন এবং প্রাণ প্রতিষ্ঠা করবেন। রামলালার আসল বিগ্রহের সঙ্গে একটি মূর্তিও তৈরি করা হয়েছে। সেই মূর্তিতেও চক্ষুদান করবেন প্রধানমন্ত্রী মোদী। দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২ টা ৪৫ মিনিট-এই শুভ তিথিতেই প্রাণ প্রতিষ্ঠা করা হবে।
অযোধ্যা: আগামী সপ্তাহেই রাম মন্দিরের উদ্বোধন (Ram Mandir Inauguration)। রামলালার বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এক সপ্তাহ আগে থেকেই শুরু হয়ে গিয়েছে প্রাণ প্রতিষ্ঠার আচার-রীতি। সেই আচারেরই গুরুত্বপূর্ণ একটি অংশ পালন হবে আজ। অযোধ্য়ায় নবনির্মিত রাম মন্দিরের ভিতরে আজ আনা হবে রামলালার মূর্তি। আগামিকাল, ১৮ জানুয়ারি তা গর্ভগৃহে স্থাপন করা হবে।
আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার আসল বিগ্রহকে নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন এবং প্রাণ প্রতিষ্ঠা করবেন। রামলালার আসল বিগ্রহের সঙ্গে একটি মূর্তিও তৈরি করা হয়েছে। সেই মূর্তিতেও চক্ষুদান করবেন প্রধানমন্ত্রী মোদী। দুপুর ১২টা ১৫ মিনিট থেকে ১২ টা ৪৫ মিনিট-এই শুভ তিথিতেই প্রাণ প্রতিষ্ঠা করা হবে।
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানা গিয়েছে, আজ রাম মন্দিরের ভিতরে রামলালার মূর্তি আনা হবে। দুপুর ১টা ২০ মিনিট থেকে একে একে জলযাত্রা, তীর্থ পুজো, ব্রাহ্মণ-বটুক-কুমারী-শুভাসিনী পুজো করা হবে। কলসযাত্রার পর মন্দির চত্বরেই রামলালার মূর্তি নিয়ে প্রদক্ষিণ করা হবে বলে জানিয়েছেন আচার্য গনেশ্বর শাস্ত্রী দ্রাবিড়।