নয়া দিল্লি: দীর্ঘ অপেক্ষার অবসান। জানানো হল কবে দর্শন মিলবে অযোধ্যার রাম মন্দিরের (Ram Mandir) রামলালার । আগামী বছরের শুরুতেই রাম মন্দিরের গর্ভগৃহে (Sanctum Sanctorum) স্থাপন করা হবে রামলালার মূর্তি। আগামী ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তির দিনটিকেই রাম মন্দিরে রামলালার মূর্তি স্থাপনের জন্য বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(PM Narendra Modi)-কে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, মঙ্গলবার এমনটাই বললেন রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র। তিনি জানান, গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটানা ১০ দিন ধরে চলবে এই অনুষ্ঠান। ভক্তদের কথা মাথায় রেখে দেশ-বিদেশে যাতে এই মূর্তি স্থাপনের অনুষ্ঠান সম্প্রচার করা হয়, তার চেষ্টাও করা হচ্ছে বলে জানান তিনি।
২০২০ সালের ৫ অগস্ট রাম মন্দিরের ভূমিপুজো ও ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়। ওই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমিপুজোতেও তিনি অংশ নেন। এবার মন্দিরের গর্ভগৃহে রামলালার মূর্তি স্থাপনের অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। রাম মন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, ২০২৪ সালের ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তির পূণ্যতিথিতে রাম মন্দিরের গর্ভগৃহে শ্রী রামের মূর্তি স্থাপন করা হবে। টানা ১০ দিন ধরে চলবে এই অনুষ্ঠান।
একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাম মন্দির ট্রাস্ট্রের চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র বলেন, “চলতি বছরের অক্টোবর মাসের মধ্যেই চার তলা রাম মন্দিরের প্রথম তলের নির্মাণ সম্পূর্ণ হয়ে যাবে। এই তলটি রাম কথা শোনানোর জন্য সংরক্ষণ করে রাখা হবে।”
রাম মন্দিরের নকশা দেখিয়ে তিনি জানান, ৩৬০X২৩৫ ফুটের রাম মন্দিরের প্রথম তলে ১৬০টি স্তম্ভ থাকবে। দ্বিতীয় তলে ১৩২টি ও তৃতীয় তলে ৭৪টি স্তম্ভ থাকবে। মোট পাঁচটি মণ্ডপ থাকবে মন্দিরে। রাম মন্দিরের দেওয়ালে বসানো হবে বেলেপাথর ও মার্বেল। রাজস্থান থেকে এই পাথর আনানো হয়েছে। গোটা মন্দিরে কোনও স্টিল বা ইটের ব্যবহার হবে না।
নাগারার অনুকরণে মন্দিরের স্থাপত্য বা আর্কিটেকচার করা হচ্ছে। মন্দিরে মোট ৪৬টি সেগুন কাঠের দরজা থাকবে। গর্ভগৃহের দরজাটি সোনায় মোড়ানো হবে। কমপক্ষে হাজার বছর এই মন্দির অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকবে। মন্দিরের দেওয়ালে আঁকা থাকবে রামায়ণের কাহিনি। তিনটি দরজা ও চূড়াটি সোনায় মোড়া থাকবে।