Bangla NewsIndia PM Narendra Modi Speaks About Physical & Mental Health on International Yoga Day, Says Yoga Become Global Spirit
PM Narendra Modi: ‘আন্তর্জাতিক কর্মযজ্ঞে পরিণত হয়েছে যোগাসন’, বিশ্ব যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রী মোদীর
International Yoga Day: বিশ্ব যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, "আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্য়মে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে যোগাসন। বিশ্বের কোটি কোটি মানুষ 'বাসুদেব কুটুম্বকম' মন্ত্র অনুসরণ করে যোগাসন করছেন।"
যোগ দিবসে বার্তা প্রধানমন্ত্রী মোদীর।
Follow Us
নয়া দিল্লি: আজ , ২১ জুন বিশ্ব যোগ দিবস (International Yoga Day)। প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই যোগাসনকে বিশেষ গুরুত্ব দিয়েছেন নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। বিশ্বমঞ্চেও যোগাসন ও ভারতের সঙ্গে এর নিবিড় সম্পর্ককেও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিশ্ব যোগ দিবসে রাষ্ট্রপুঞ্জের অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী মোদী। তার আগেই বিশ্ব যোগ দিবসে দেশবাসীকে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী। যোগাসন নিয়ে কী বললেন প্রধানমন্ত্রী মোদী, এক নজরে দেখে নেওয়া যাক –
বিশ্ব যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আন্তর্জাতিক যোগ দিবসের মাধ্য়মে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে যোগাসন। বিশ্বের কোটি কোটি মানুষ ‘বাসুদেব কুটুম্বকম’ মন্ত্র অনুসরণ করে যোগাসন করছেন।”
এ দিন প্রধানমন্ত্রী বলেন, “প্রতি বছরই আমি যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিই। কিন্তু এবার বিশেষ কিছু দায়িত্বের জন্য আমেরিকায় রয়েছি। তাই ভিডিয়ো বার্তার মাধ্য়মে আপনাদের সঙ্গে কথা বলছি।”
প্রধানমন্ত্রী ভিডিয়ো বার্তায় বলেন, “সুস্থ শরীরের জন্য নিয়মিত যোগাভ্যাস অত্যন্ত জরুরি।”
আমাদের ঋষি-মুনীরা যোগাসনের গুরুত্ব বুঝিয়ে দিয়ে গিয়েছেন। তাঁরা বলেছেন, “ভুজায়াতে আনেন ইতি যোগা”, যার অর্থ হল একতাই যোগ। সুতরাং বিশ্বজুড়ে যোগাসনের ছড়িয়ে পড়ায় গোটা বিশ্ব এক পরিবারের চিন্তাধারাই সম্প্রসারণ।
প্রধানমন্ত্রী মোদী বলেন, “আমরা বরাবরই একতার ঐতিহ্যকে ধরে রেখেছি, বিভিন্নতাকে উদযাপন করেছি যোগাসনের মাধ্য়মে। আমরা যোগের মাধ্যমে দ্বন্দ্ব মিটিয়েছি।”
প্রধানমন্ত্রী বলেন, “আজ আমি আপনাদের সঙ্গে থাকতে না পারলেও, যোগাসন থেকে পালিয়ে যাচ্ছি না। ভারতীয় সময় অনুযায়ী, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে যোগ দিবস উপলক্ষে যে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাতে আমি যোগ দেব। ভারতের আমন্ত্রণে বিশ্বের ১৮০টিরও বেশি দেশের যোগদান ঐতিহাসিক ও অভূতপূর্ব। ২০১৪ সালে যখন রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিবসের প্রস্তাব পেশ করা হয়, রেকর্ড সংখ্যক দেশ সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন।”
#WATCH | At around 5:30 pm IST, I will participate in the Yoga program which is being organised at the headquarters of the United Nations. The coming together of more than 180 countries on India’s call is historic. When the proposal for Yoga Day came to the United Nations General… pic.twitter.com/oHeehPkuZe
প্রধানমন্ত্রী বলেন, “যোগাসনের বিস্তারের অর্থ হল বাসুদেব কুটুম্বকমের বিস্তার। এবারের জি-২০ সম্মেলনের থিমও ‘এক বিশ্ব, এক পরিবার’ রাখা হয়েছে।”
যোগাসনের গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, “যোগাসন করলে আয়ুষ ও শক্তি পাওয়া যায়। আমরা অনেকেই বহু বছর ধরে যোগাসন করছি এবং তার উপকারিতা বুঝতে পেরেছি। ব্যক্তিগত স্বার্থে শারীরিক সুস্থতা অত্যন্ত জরুরি। শরীর সুস্থ থাকলে অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। দেশের বিস্তারে যে অসাধারণ গতি দেখা গিয়েছে,,তাতে যোগাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”
শেষে প্রধানমন্ত্রী মোদী বলেন,”আমাদের অন্তর্দৃষ্টিকে বিস্তার করে যোগ। জীব প্রেম শেখায় যোগ। যোগাসনের মাধ্য়মে অন্তর্বিরোধ শেষ করতে হবে। আমাদের এক ভারত, শ্রেষ্ঠ ভারতের ধারণাকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে। কর্মে কুশলতাই যোগ, আজাদির অমৃতকালে এই মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।”