অযোধ্যা: সরাসরি গর্ভগৃহেই প্রবেশ করবেন। নগর ভ্রমণ করবেন না অযোধ্যার রামমন্দিরের বিগ্রহ, রামলালা। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে রামলালার নগর ভ্রমণ কর্মসূচি বাতিল করার কথা ঘোষণা করা হয়েছে। যা শুনে স্বাভাবিকভাবেই কিছুটা হতাশ অযোধ্যাবাসী। তবে নিরাপত্তার কারণেই এই কর্মসূচি বাতিল করা হচ্ছে বলে রাম জন্মভূমি ট্রাস্ট কর্তৃপক্ষ জানিয়েছে।
রামমন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, আগামী ১৭ জানুয়ারি রামলালার অযোধ্যা নগর পরিভ্রমণের কথা ছিল। যাতে সকলে বিগ্রহের দর্শন করতে পারেন, সেজন্যই এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কিন্তু, নতুন বিগ্রহকে দেখতে ভক্তদের অত্যধিক ভিড় হতে পারে, যা প্রশাসনের পক্ষে সামাল দেওয়া কার্যত কঠিন। তাই অযোধ্যা জেলা প্রশাসনের সঙ্গে আলোচনার পরই রামলালার নগর ভ্রমণ বাতিল করল রামমন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ।
তবে নগর ভ্রমণ বাতিল হলেও সেদিনই অর্থাৎ ১৭ জানুয়ারি মন্দির চত্বরে বিগ্রহকে পরিভ্রমণ করানো হবে বলে ট্রাস্টের এক আধিকারিক জানিয়েছেন। ট্রাস্ট কর্তৃপক্ষ ও কাশীর আচার্যদের সঙ্গে বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন হবে। সেদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে গর্ভগৃহে উপবেশন করবেন বিগ্রহ। গর্ভগৃহে প্রবেশের আগে ১৭ জানুয়ারি বিগ্রহকে নিয়ে নগর ভ্রমণ করার পরিকল্পনা করেছিল রামমন্দির ট্রাস্ট কর্তৃপক্ষ। অযোধ্যার প্রত্যেকে যাতে রামলালার দর্শন পান, সেজন্যই বিগ্রহের নগর ভ্রমণ ব্যবস্থা করা হয়েছিল বলে জানান অযোধ্যার মেয়র মহন্ত গিরীশ পাতি ত্রিপাঠী। তিনি বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার আগে নগর ভ্রমণ করানো চিরাচরিত ঐতিহ্যবাহী প্রক্রিয়া ও সংস্কৃতি বলে উল্লেখ করেছিলেন। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শোয়ের মতোই বিগ্রহের নগর ভ্রমণের জন্য বিশেষ নিরাপত্তা ও বন্দোবস্ত করা হবে এবং বিভিন্ন জায়গা থেকে ফুল ছুড়ে স্বাগত জানানো হবে বলেও জানিয়েছিলেন মেয়র। বলা যায়, রামমন্দিরের বিগ্রহকে নিয়ে নগর ভ্রমণের সবকিছু পরিকল্পনাই হয়ে গিয়েছিল। কেবল রুট স্থির করা বাকি ছিল। কিন্তু, জেলা প্রশাসন নিয়ে আলোচনার প্রেক্ষিতে অবশেষে গোটা পরিকল্পনা বাতিল হল।