অযোধ্যা: আগামী ২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দিরের উদ্বোধন। সেদিনই বিগ্রহকে গর্ভগৃহে উপবেশন করাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় দেশবাসী থেকে বিদেশের প্রবাসীরাও। যদিও ইচ্ছা থাকলেও অনেকেই সশরীরে সেই অনুষ্ঠানের সাক্ষ্য থাকতে পারবেন না। টিভি বা অনলাইন স্ক্রিনেই চোখ রাখতে হবে। তবে সশরীরে উপস্থিত না থাকলেও সেই প্রথম দিনের পুজোর প্রসাদ পেতে পারেন সকলে। শুনতে অবিশ্বাস্য লাগছে!বাস্তবে এমনই ব্যবস্থাপনা করেছে দেশীয় সংস্থা, খাদি অর্গানিক।
ভক্তরা যাতে মন্দিরে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের প্রসাদ পেতে পারেন, তার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে খাদি অর্গানিক। বাড়িতে বসেই প্রসাদ পাবেন ভক্তরা। তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। কেবল অনলাইনে একটি ক্লিক করার অপেক্ষা। খাদি অর্গানিকের তরফেই সরাসরি ভক্তদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে রাম বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানের প্রসাদ।
কীভাবে বাড়িতে অযোধ্যার রামমন্দির উদ্বোধনের প্রসাদ পাবেন?
১) রামমন্দির উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনের প্রসাদ পাওয়ার জন্য প্রথমে খাদি অর্গানিক অযোধ্যা প্রসাদ ওয়েবসাইট khadiorganic.com -এ যেতে হবে।
২) ওয়েবসাইটে ফ্রি রাম জন্মভূমি ফার্স্ট ডে প্রসাদ-এর “Get Your Free Prasad” বটনে ক্লিক করতে হবে।
৩) এবার বাড়িতে প্রসাদ পৌঁছতে কতদিন সময় লাগবে সেটা দেখে নিন।
৪) প্রসাদ পৌঁছনোর জন্য নির্দিষ্ট তথ্য-সহ নাম, বাড়ির ঠিকানা ও ফোন নম্বর দিন।
৫) এবার প্রয়োজনীয় তথ্য দিয়ে ফ্রি প্রসাদ পেতে আবেদনপত্রটি জমা করুন।
দেশের সমস্ত মানুষের কাছেই বিনামূল্যে অযোধ্যা রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম দিনের প্রসাদ পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে খাদি অর্গানিক। এই ঐতিহাসিক অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং একতার বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানিয়েছে খাদি অর্গানিক। খাদি অর্গানিকের তরফে ভক্তদের বিনামূল্যে প্রসাদ দেওয়ার ব্যবস্থা করা হলেও ডেলিভারি চার্জ ন্যূনতম ৫১ টাকা রাখা হয়েছে।