অযোধ্যা: রাম মন্দিরের উদ্বোধন হয়ে গিয়েছে। গত ২২ জানুয়ারি উদ্বোধনের পরদিন থেকেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে মন্দিরের দ্বার। কিন্তু, মন্দিরের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। কেবল গর্ভগৃহ ও মন্দিরের সামনের অংশের কাজ হয়েছে। মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সময় থেকে নির্মাণকাজ এতদিন বন্ধ ছিল। সেই অসমাপ্ত কাজ ফের শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রাম মন্দির ট্রাস্ট। তবে কোনও তাড়াহুড়ো নয়, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে রাম মন্দিরের অসমাপ্ত নির্মাণকাজ শুরু হতে পারে বলে রাম মন্দির ট্রাস্ট সূত্রে খবর।
সূত্রের খবর, দুটি ক্রেন নিয়ে এসে মন্দিরের পশ্চিম দিক থেকে কাজ শুরু হবে। ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্মাণকর্মীরা মন্দির চত্বরে চলে আসবেন এবং দ্বিতীয় দফায় রাম মন্দির নির্মাণকাজ শুরু হবে। এই নির্মাণকাজের দায়িত্বে রয়েছে লার্সেন অ্যান্ড টুব্রো। মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যেই নির্মাণকাজ মাঝপথে বন্ধ করে দেয় এই সংস্থা। নির্মাণকর্মীদেরও একমাস ছুটি দেওয়া হয়। আগামী ১৫ তারিখ থেকে ফের নির্মাণকাজ শুরু হবে।
রাম মন্দিরের নির্মাণকাজে দেশের বিভিন্ন প্রান্তের দক্ষ শ্রমিক, ইঞ্জিনিয়ারদের নিযুক্ত করা হয়েছে। মার্বেল কাজের বিশেষজ্ঞ রোহিত ভাটিয়া জানান, ১৫ ফেব্রুয়ারির পর সমস্ত শ্রমিকেরা কাজে ফিরে আসবেন। তারপরই পুনরায় মেশিন বসিয়ে মন্দির চত্বরে মার্বেল বসানোর কাজ শুরু হবে। রাম মন্দির নির্মাণকাজে বিভিন্ন ক্ষেত্রে প্রায় সাড়ে ৩ হাজার কর্মী নিযুক্ত রয়েছেন।
রাম জন্মভূমি ট্রাস্ট সূত্রে খবর, রাম মন্দিরের প্রথম তলের কাজ প্রায় সম্পূর্ণ। এবার দ্বিতীয় তলের কাজ শুরু হবে। মন্দিরের ট্রাস্টি অনিল মিশ্র বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে রাম মন্দিরের কাজ সম্পূর্ণ করতে আমরা পুনরায় নির্মাণকাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছি।
প্রসঙ্গত, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই রাম মন্দিরের নির্মাণকাজ সম্পূর্ণ করার লক্ষ্য নিয়েছে রাম মন্দির ট্রাস্ট। তাই আর সময় নষ্ট না করে দ্রুত গতিতে কাজ শুরু করতে তৎপর কর্তৃপক্ষ। তবে দ্বিতীয় দফায় নির্মাণকাজ শুরু হলে পুণ্যার্থীরা মন্দিরে পুজো দিতে আসতে পারবেন কিনা, পুজো দেওয়ার সময়ের বদল হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও এই বিষয়ে এখনও মন্দিরের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।