নয়া দিল্লি: রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছিলেন তিনি একটি ভিডিয়োর দৌলতে। কিন্তু যার দৌলতে বিখ্যাত হয়েছিলেন, তাঁর বিরুদ্ধেই জালিয়াতির অভিযোগ এনে রাতারাতি সেই সুনামও হারিয়েছিলেন তিনি। অবসাদে আত্মহত্যা করার চেষ্টা করলেন “বাবা কা ধাবা”র মালিক কান্তা প্রসাদ (৮০)। বর্তমানে তিনি দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে পিসিআরে খবর মেলে যে আত্মহত্যার চেষ্টা করেছেন, এমন এক বৃদ্ধকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঙ্গে সঙ্গে ওয়ার্ডে গিয়ে দেখেন, তিনি আর কেউ নন, “বাবা কা ধাবা”র মালিক কান্তা প্রসাদ। তাঁর স্ত্রী জানিয়েছেন, রেস্তরাঁ বন্ধ হয়ে যাওয়া ঘিরে বিগত কয়েকদিন ধরেই অত্যন্ত মনমরা ছিলেন তিনি।
গত বছর অক্টোবর মাসে গৌরব ওয়াসান নামক এক ইউটিউবারের দৌলতে রাতারাতি বিখ্যাত হয়ে যায় “বাবা কা ধাবা”। ৮০ বছরের ওই বৃদ্ধ আর্থিক অনটন ও লকডাউনের যন্ত্রণা নিয়ে কথা বলতেই গোটা দেশজুড়ে হাজারো মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেন। বিভিন্ন বলিউড তারকারাও পৌঁছন ওই ছোট্ট খাবার স্টলে।
তবে খ্যাতি অর্জনের কিছুদিনের মধ্যেই ওই ইউটিউবারের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনেন তিনি। গৌরবের নামে ঠকিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এফআইআরও দায়ের করেন তিনি। অন্য়দিকে, যে অর্থ সাহায্য পেয়েছিলেন, তা দিয়ে গত ডিসেম্বর মাসে একটি রেস্তরাঁ খোলেন কান্তা প্রসাদ ও তাঁর স্ত্রী। যদিও সেই রেস্তরাঁ না চলায় সম্প্রতিই ফের রাস্তার ধারের দোকানেই ফিরে আসেন তিনি।