Landslide: পাহাড়ে ফের ধস, রাস্তা খোলার একদিন পরই আবার বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক, আটকে পুণ্যার্থীরা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 02, 2023 | 9:06 AM

Badrinath National Highway: ন্য়াশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ইতিমধ্যেই রাস্তা সাফ করার কাজ শুরু করে দিয়েছে। রাস্তায় পড়ে থাকা পাথরগুলি সরানো হচ্ছে।

Landslide: পাহাড়ে ফের ধস, রাস্তা খোলার একদিন পরই আবার বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক, আটকে পুণ্যার্থীরা
বন্ধ হয়ে গেল বদ্রীনাথ জাতীয় সড়ক।
Image Credit source: ANI

Follow Us

দেহরাদুন: ফের উত্তরাখণ্ডে। আবারও ধসের জেরে বন্ধ হয়ে গেল বদ্রীনাথ জাতীয় সড়ক। উত্তরাখণ্ডে ফের ভারী বৃষ্টির জেরে নামল ধস। বন্ধ হয়ে গেল বদ্রীনাথ যাওয়ার রাস্তা। চলতি সপ্তাহেই ভূমিধসের জেরে বন্ধ হয়ে গিয়েছিল জাতীয় সড়ক। শুক্রবার সকালেই সেই রাস্তা সাফ করা হয়। এরপরই শনিবার ফের ধসের জেরে বন্ধ হয়ে গেল জাতীয় সড়ক। এরফলে প্রচুর পর্যটক আটকে পড়েছেন।

শনিবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় ছিনকা অঞ্চলে বদ্রীনাথ হাইওয়ে-৭ বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস নেমেছে। এরফলে বহু পুণ্যার্থী ও পর্যটক আটকে পড়েছেন। অধিকাংশ যাত্রীই বদ্রীনাথ থেকে ফিরছিলেন বলে জানা গিয়েছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, ন্য়াশনাল হাইওয়ে অ্যান্ড ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ইতিমধ্যেই রাস্তা সাফ করার কাজ শুরু করে দিয়েছে। রাস্তায় পড়ে থাকা পাথরগুলি সরানো হচ্ছে।

এর আগে, গত বৃহস্পতিবার ভারী বৃষ্টির জেরে ভূমিধস ও হড়পা বান নামে উত্তরাখণ্ডের একাধিক জায়গায়। বন্ধ হয়ে যায় বদ্রীনাথ জাতীয় সড়ক। প্রায় ১০০ মিটার দীর্ঘ রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল। তার আগে সোমবারও চণ্ডীগঢ়-মানালি হাইওয়েও বন্ধ হয়ে যায় ধসের জেরে। ১৫ কিলোমিটার দীর্ঘ রাস্তা বন্ধ হয়ে যায়। আটকে পড়েন কয়েক হাজার পর্যটক।

Next Article