লখনউ : অবশেষে গ্রেফতার হলেন বজরং মুনি দাস। সম্প্রতি একটি ভিডিয়ো প্রকাশ্যে আসে। সেখানে দেখা যায় উত্তর প্রদেশের এই মোহন্ত লঘু সম্প্রদায়ের মহিলাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেছিলেন। তিনি মুসলিম সম্প্রদায়ের মহিলাদের ধর্ষণের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা। তবে মোহন্তের সেই মন্তব্যের জন্যই তিনি তাঁকে বুধবার গ্রেফতার করা হয়। সংবাদ সংস্থা ANI অনুযায়ী সীতাপুরের পুলিশ সুপারিনটেনডেন্ট আরপি সিং জানিয়েছেন যে বজরং মুনিকে শীঘ্রই আদালতে পেশ করা হবে।
২ এপ্রিল থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ব্যপকভাবে শেয়ার করা হয়। সেই ভিডিয়োতে দেখা যায় মোহন্তকে আপত্তিজনক মন্তব্য করতে দেখা গিয়েছে। ভিডিয়োতে একটি শোভাযাত্রা চলাকালীন মসজিদের বাইরে মুসলিম মহিলাদের বিরুদ্ধে ঘৃণ্য মন্তব্য করতে দেখা যায় বজরং মুনি দাসকে। তিনি লঘু সম্প্রদায়ের মহিলাদের উদ্দেশে হুমকি দিয়েছিলেন যে, যদি কোনও মুসলিম পুরুষ হিন্দু মহিলাকে উত্যক্ত করে তবে তার পাল্টা জবাব তাঁরাও পাবেন। তিনি যখন এহেন ঘৃণ্য মন্তব্য করেন তখন আশেপাশের জনতা করতালি দিয়ে সেই বক্তব্যের সমর্থনও জানায়। ভিডিয়ো অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত পুলিশকে নীরব দর্শকের ভূমিকা পালন করতে দেখা গিয়েছে।
Uttar Pradesh | Mahant Bajrang Muni Das arrested for his controversial remarks on Muslim women. He will be presented in the court soon: RP Singh, Sitapur SP pic.twitter.com/ymwwoTgjbw
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 13, 2022
তবে এই ঘটনায় নজর কাড়ে মহিলা জাতীয় কমিশন। মহিলা জাতীয় কমিশনের তরফে উত্তর প্রদেশের পুলিশের ডিরেক্টর জেনেরাল বজরংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে। ৮ এপ্রিল বজরং মুনি দাসের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। প্রশান্ত কুমার জানিয়েছিলেন যে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বজরং মুনি দাস। তিনি অভিযোগ করেছিলেন তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য ভিডিয়ো বিকৃত করা হয়েছে।
আরও পড়ুন : Deoghar Ropeway Mishap : ভার্চুয়াল বৈঠকে মোদী, সাধুবাদ জানালেন রোপওয়ে দুর্ঘটনায় উদ্ধারকারী বাহিনীকে