Deoghar Ropeway Mishap : ভার্চুয়াল বৈঠকে মোদী, সাধুবাদ জানালেন রোপওয়ে দুর্ঘটনায় উদ্ধারকারী বাহিনীকে

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 13, 2022 | 10:41 PM

Deoghar Ropeway Mishap : ঝাড়খণ্ডের দেওঘরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল রোপওয়ে। এই আবহে বুধবার দেওঘরের এই দুর্ঘটনায় উদ্ধারকাজে নিযুক্ত নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন নরেন্দ্র মোদী।

Deoghar Ropeway Mishap : ভার্চুয়াল বৈঠকে মোদী, সাধুবাদ জানালেন রোপওয়ে দুর্ঘটনায় উদ্ধারকারী বাহিনীকে
ফাইল চিত্র

Follow Us

নয়া দিল্লি : ঝাড়খণ্ডের দেওঘরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল রোপওয়ে। দুর্ঘটনার সময়ই মারা গিয়েছিলেন ৩ জন। উদ্ধারকাজে নেমে পড়ে কেন্দ্রীয় বিপর্যয় মোকাবিলা বাহিনা (NDRF), ভারতীয় বায়ুসেনা (IAF), সেনা, ইন্দো-তিব্বতীয় সীমান্ত পুলিশ (ITBP) এবং স্থানীয় প্রশাসন। বায়ুসেনার এমআই-১৭ বিমানের সহায়তায় কয়েক ফুট উচ্চতায় ঝুলে থাকা রোপওয়ে থেকে আটকে থাকা পর্যটকদের নামিয়ে আনার কাজ শুরু হয়। প্রায় কয়েক ফুট উচ্চতায় আটকে থাকা রোপওয়ে থেকে উদ্ধারকাজের সময় পড়ে গিয়ে মৃত্যু হয় আরও দুই জনের। গতকাল উদ্ধারকাজ সম্পন্ন করা হয়েছে। এই আবহে বুধবার দেওঘরের এই দুর্ঘটনায় উদ্ধারকাজে নিযুক্ত নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করলেন নরেন্দ্র মোদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহও।

এই কঠিন উদ্ধার কাজে সেনাদের অভিজ্ঞতা কেমন ছিল, সেই বিষয়ে তাঁদের কাছ থেকে জানতে চেয়েছেন নরেন্দ্র মোদী। সকলের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়ে তিনি বলেছেন, “সমগ্র দেশ গর্বিত যে তার সেনাবাহিনী, বায়ুসেনা, এনডিআরএফ, আইটিবিপি এবং পুলিশের মতো সক্ষম বাহিনী রয়েছে। এই বাহিনী প্রতিটি সংকট থেকে মানুষকে বের করে আনার শক্তি রাখে। আমরাও দুর্ঘটনা এবং উদ্ধার অভিযান থেকে শিক্ষা নিয়েছি। আপনাদের অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য কাজে লাগবে।” উদ্ধারকারী ব্যক্তিদের তিনি বলেছেন, “তিনদিন ধরে অবিরাম পরিশ্রম করে আপনারা একটি কঠিন উদ্ধারকাজ চালিয়েছেন এবং দেশের অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছেন আপনারা।”

এই ঘটনায় মৃতদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, “মৃতদের পরিবারের জন্য আমাদের গভীর সমবেদনা রইল।” এই ভার্চুয়াল বৈঠকে তিনি আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন। এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থেকে অমিত শাহও সেনাবাহিনী, বায়ুসেনা, এনডিআরএফ, আইটিবিপি এবং পুলিশদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, “আমি এনডিআরএফ, বায়ুসেনা বাহিনী, আইটিবিপি, সেনা এবং জেলা প্রশাসনের সমস্ত প্রতিনিধিদের অভিনন্দন ও ধন্যবাদ জানাই কারণ এটি একটি অত্যন্ত কঠিন উদ্ধারাভিযান ছিল যা তাঁরা ধৈর্য সহকারে শেষ করেছেন। এতগুলো সংস্থা, ভালো সমন্বয়ের মাধ্যমে, ন্যূনতম ক্ষয়ক্ষতি নিয়ে এত অল্প সময়ের মধ্যে অভিযান চালিয়েছে।”

আরও পড়ুন : Elgar Parishad Case : ভারভারা রাওয়ের স্থায়ী জামিনের আবেদন খারিজ, অস্থায়ী জামিন বাড়ানো হল তিনমাস

Next Article