Elgar Parishad Case : ভারভারা রাওয়ের স্থায়ী জামিনের আবেদন খারিজ, অস্থায়ী জামিন বাড়ানো হল তিনমাস
Elgar Parishad Case : পি ভারভারা রাও এর আবদেন খারিজ করল বম্বে হাই কোর্ট। আদালত এদিন তাঁর অস্থায়ী জামিনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে।
মুম্বই : পি ভারভারা রাও এর আবদেন খারিজ করল বম্বে হাই কোর্ট (Bombay High Court)। এলগার পরিষদ মামলায় অভিযুক্ত ভারভারা রাও তাঁর শারীরিক অবস্থার জন্য বম্বে হাই কোর্টে স্থায়ী জামিনের জন্য আবেদন করেছিলেন। এর পাশাপাশি নিজের স্থায়ী বাসস্থান তেলেঙ্গানায় স্থানান্তরের আবেদন জানিয়েছিলেন। কিন্তু এদিন কোর্টে সেই আবেদন খারিজ হয়ে গেল। তবে আদালত এদিন তাঁর অস্থায়ী জামিনের মেয়াদ বাড়ানোর ঘোষণা করেছে। এই ৮৩ বছর বয়সী তেলেগু কবির চোখের ছানির অস্ত্রোপচারের জন্য তাঁর অস্থায়ী জামিন তিন মাস বাড়িয়ে দেওয়া হল।
ডিভিশন বেঞ্চ বিশেষ কেন্দ্রীয় তদন্তকারী দল প্রতিদিন ট্রায়াল জারি রাখার নির্দেশ দিয়েছে। গত ফেব্রুয়ারি থেকে অস্থায়ী জামিনে বাইরে রয়েছেন ভারভারা রাও। তিনি তাঁর মেডিক্যাল অবস্থার উপর ভিত্তি করে স্থায়ী জামিনের আবেদন করেছিলেন। মুম্বইতে জীবনযাত্রার মান খুব উচ্চমানের। তাছাড়াও তাঁর শারীরিক অবস্থার অবনতির কারণে তিনি তেলেঙ্গানায় যাওয়ার অনুমতিও চেয়েছিলেন।
উল্লেখ্য, ভীমা কোরেগাঁও মামলায় ২০১৮ সালে গ্রেফতার করা হয়েছিল তেলেগু কবি ভারভারা রাওকে। গ্রেফতারির পর থেকেই বার কয়েকবার জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। কিন্তু প্রতিবারই তা খারিজ হয়ে যায়। কোভিড পরিস্থিতিতে অসুস্থ হওয়ায় জামিনের আর্জি জানানো হয়েছিল । কিন্তু সেই আবেদনও খারিজ করা হয়। মাঝে তাঁর স্নায়ুর সমস্যা দেখা গিয়েছিল এবং শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য়ের অভাব দেখা গিয়েছিল। সেই সময় তাঁর পরিবারের লোকজন অভিযোগ করেছিলেন যে তালোজা জেলে যথাযথ চিকিৎসার পরিকাঠামো অভাব রয়েছে। সেই সূত্রেই এদিনের শুনানিতে বিচারপতি সুনীল শুকরে এবং বিচারপতি জি এ সনপের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে রিপোর্টও তলব করেছে। বন্দীদের জন্য যথাযথ চিকিৎসা ব্যবস্থা রয়েছে কিনা এবং কারাগার হাসপাতাল নীতি, ১৯৭০ মেনে চলা হচ্ছে কিনা সেই বিষয়ে মহারাষ্ট্রের (কারাগারের) ইন্সপেক্টর জেনারেলের কাছে ৩০ এপ্রিলের মধ্যে রিপোর্ট চেয়েছে।
আরও পড়ুন : Fruit Juice : ‘প্রসাদের’ নামে ঘুমের ওষুধ মেশানো ফলের রস! অজ্ঞান ২৫ জন