Fruit Juice : ‘প্রসাদের’ নামে ঘুমের ওষুধ মেশানো ফলের রস! অজ্ঞান ২৫ জন
Fruit Juice : মন্দির চত্বরে দেওয়া ফলের রস খেয়ে অজ্ঞান হয়ে পড়লেন ২৫ জন মানুষ। তাঁদের মধ্যেই বেশিরভাগই হলেন মহিলা এবং শিশু।
নয়া দিল্লি : গুরুজনরা সবসময়ই বলে আসেন অপরিচিত কোনও ব্যক্তির হাত থেকে কিছু না খেতে। তাঁরা কোনও বিপদের আশঙ্কা করেই একথা বলে থাকেন। কিন্তু মন্দিরের প্রসাদ খাওয়ায় সেই বিপত্তি হতে পারে তা আন্দাজ করা যায়নি। ভগবানের প্রসাদের নামে দেওয়া হল ঘুমের ওষুধ মেশানো ফলের রস! মন্দির চত্বরে দেওয়া ফলের রস খেয়ে অজ্ঞান হয়ে পড়লেন ২৫ জন মানুষ। তাঁদের মধ্যেই বেশিরভাগই হলেন মহিলা এবং শিশু। মঙ্গলবার ফারুকনগরের বুধো মাতা মন্দিরের ঘটনা। পুলিশ জানিয়েছে, মন্দির চত্বরে একজন ‘প্রসাদ’ বলে ফলের রস বিতরণ করছিলেন। পুলিশের অনুমান সেই ফলের রসে ঘুমের ওষুধ মেশানো ছিল।
বুধো মাতা মন্দিরে পরিবার নিয়ে এসেছিলেন দিল্লির বাসিন্দা সুশীল কুমার। তিনি বলেছেন, “আমরা আমাদের গাড়ি থেকে নামছি তখন একজন লোক এসে গ্লাসে ফলের রস দিলেন। তিনি বলেছিলেন যে ভগবানের কাছে তিনি এটি উৎসর্গ করেছিলেন। এই ফলের রস হল ‘প্রসাদ’। তিনি তা সবাইকে পরিবেশন করছেন।” সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেওয়া ফলের রস খাওয়ার পরেই ২৫ জন অজ্ঞান হয়ে পড়েন। তবে কারোর থেকে কোনও জিনিস খোয়া যাওয়া বা চুরির বিষয়ে কিছু জানা যায়নি।
ফারুকনগরের স্টেশন হাউস অফিসার সুনীল বেনিওয়াল জানিয়েছেন, “আহতদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেখান থেকে বুধবার সকালে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে। এখনো কোনো ডাকাতি বা চুরির খবর পাওয়া যায়নি। যে ব্যক্তি পানীয়টি পরিবেশন করেছিল আমরা তাঁকে সনাক্ত করার চেষ্টা করছি।” ভারতীয় দণ্ডবিধি ৩২৮ এবং ৩৩৬ এবং ১২০-বি ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন বেনিওয়াল।