নয়া দিল্লি: রেল ভারতবর্ষের লাইফলাইন। প্রত্যেকদিন প্রচুর মানুষ ট্রেনে চেপে যাতায়াত করেন। অনেকের ক্ষেত্রেই যাতায়াতের মূল মাধ্যমই রেলওয়ে। তবে ট্রেনে ওঠার আগে দেখে নেবেন কোন কামরা বা ট্রেনে উঠছেন। না হলে যে কোনও মুহূর্তে আপনাকে গ্রেফতার করে নিতে পারে রেল পুলিশ। রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা আরপিএফ গোটা দেশে মোট ৭ হাজারের বেশি পুরুষকে গ্রেফতার করেছে। বেশ কিছুদিন ধরেই মহিলাদের সুরক্ষায় বাড়তি নজর দিয়েছে ভারতীয় রেল। ৩ মে থেকে ৩১ মে গোটা দেশে ‘অপারেশন মহিলা সুরক্ষা’ অভিযান চালিয়েছে রেল নিয়ন্ত্রণাধীন রেল পুলিশ। রেলের নিয়ম অনুয়ায়ী যে কোনও লোকাল বা প্যাসেঞ্জার ট্রেনে মহিলাদের জন্য সংরক্ষিত কামরায় কখনও পুরুষযাত্রীরা ভ্রমণ করতে পারবেন না। মহিলা সংরক্ষিত কামরায় পুরুষের ভ্রমণ আইনত দণ্ডনীয় অপরাধ।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে ‘অপারেশন মহিলা সুরক্ষা’-র আওতায় ২২৩ টি রেলওয়ে স্টেশনে আরপিএফের ২৮৩ টি মহিলা পুলিশের টিম প্রায় ২ লক্ষ ২৫ হাজার মহিলা যাত্রীদের সঙ্গে কথা বলেছেন এবং তাঁদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হয়েছে বলেই জানিয়েছে আরপিএফ।
এই অভিযান চলাকালীন আরপিএফ অবৈধভাবে মহিলা কামরায় ভ্রমণের জন্য ৭০০০ জনকে গ্রেফতার করেছে। এই অভিযান চলাকালীন নিরাপত্তা সুনিশ্চিত করতে বিভিন্ন রেলওয়ে স্টেশনে পুরুষ ও মহিলা আরপিএফ কর্মীদের মোতায়েন করা হয়েছিল। রেলওয়ে পুলিশের পক্ষ থেকে আগেও এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছিল এবং মহিলা যাত্রীরা তাদের সাধুবাদ জানিয়েছিল। বিবৃতি জারি করে রেল জানিয়েছে, “রেলযাত্রীদের সচেতন করতে, এবং যাত্রাকালে তাদের করণীয় এবং অকরণীয় বোঝাতে এই সচেতনতা অভিযান আয়োজন করা হয়েছিল। নিজের জীবনের ঝুঁকি নিয়ে আরপিএফ কর্মীরা গোটা দেশে ১০ জনেরও বেশি মহিলা যাত্রীর প্রাণ বাঁচিয়েছে।”