Ayushman Bharat Scheme : রেশন কার্ড হোল্ডারদের জন্য বড় ঘোষণা সরকারের, খুশিতে আত্মহারা হতে পারেন আপনিও

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jul 12, 2022 | 6:58 PM

Ayushman Bharat Scheme : উত্তর প্রদেশে ২০ জুলাই অবধি জেলায় জেলায় আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। বিপিএল রেশন কার্ড থাকলেই মিলবে আয়ুষ্মান কার্ড।

Ayushman Bharat Scheme : রেশন কার্ড হোল্ডারদের জন্য বড় ঘোষণা সরকারের, খুশিতে আত্মহারা হতে পারেন আপনিও
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

নয়া দিল্লি : কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন জনহিতকর প্রকল্প চালু করেছে মোদী সরকার। এর মধ্যে গত আট বছরে গরিব কল্যাণের উপর বেশি করে জোর দেওয়া হয়েছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। দেশের ১০ কোটি মানুষ কেন্দ্রের আয়ুষ্মান ভারতের সুবিধা পেয়ে থাকেন। তবে সেই আয়ুষ্মান কার্ড পাওয়া এখন আরও সহজ হতে পারে। বিপিএল রেশন কার্ড থাকলেই ফ্রিতে আয়ুষ্মান কার্ড করা হবে। আয়ুষ্মান কার্ড করার জন্য সরকারের তরফে বিশেষ অভিযান চালানো হবে। এর জন্য বিভিন্ন জেলা ও মহকুমার কমিউনিটি হেল্থ সেন্টারগুলিতে এই কার্ড করানো হবে। এই অভিযানের উদ্দেশ্যই হল, বিপিএল রেশন কার্ড থাকা সমস্ত নাগরিকের পরিবারে আয়ুষ্মান কার্ড পৌঁছে দেওয়া।

২০ জুলাই অবধি চলবে এই অভিযান

বিপিএল রেশন কার্ড থাকলে জন সুবিধা কেন্দ্রেও করা যাবে আয়ুষ্মান ভারত কার্ড। এই কেন্দ্রে শুধুমাত্র রেশন কার্ড (বিপিএল রেশন কার্ড) দেখাতে হবে। তাহলেই মিলবে আয়ুষ্মান কার্ড। প্রসঙ্গত, ইতিমধ্যেই উত্তর প্রদেশের সরকার ঘোষণা করেছে যে, বিপিএল রেশন কার্ড থাকা নাগিরকদের প্রত্যেককে আয়ুষ্মান কার্ড দেওয়া হবে। সেখানে জেলায় জেলায় ২০ জুলাই অবধি এই অভিযান চলবে।

কীভাবে করবেন আবেদন?

এখনও পর্যন্ত সমস্ত বিপিএল রেশন কার্ড হোল্ডারদের আয়ুষ্মান ভারত কার্ড নেই। তাঁরা এই সুযোগে কার্ড করিয়ে নিতে পারেন। সুবিধাভোগীরা পাবলিক সার্ভিস সেন্টার, কমিউনিটি হেলথ সেন্টার, আয়ুষ্মান প্যানেল বা জেলা হাসপাতালের সঙ্গে যুক্ত প্রাইভেট হাসপাতালে গিয় বিপিএল রেশন কার্ড দেখালেই করা যাবে আয়ুষ্মান কার্ড। তবে প্রসঙ্গত, নতুন করে এখন আর কোনও সুবিধাভোগীদের কার্ড বানিয়ে দেওয়া হবে না। ইতিমধ্যেই যাঁদের এই প্রকল্পের আওতায় নাম রয়েছে তাঁদের কার্ড বানিয়ে দেওয়া হবে।

বিপিএল রেশন কার্ড কারা পান?

দরিদ্রসীমার নীচে বসবাসকারীদের এই রেশন কার্ড দেওয়া হয়ে থাকে। এই কার্ডের আওতায় সুবিধাভোগীদের ঠিকঠাক দামে প্রতি মাসে খাদ্য সামগ্রী দেওয়া হয়ে থাকে। কার্ড হোল্ডারদের ৩৫ কেজি গম ও চাল দেওয়া হয়। গম মেলে প্রতি কেজি ২ টাকায় আর চাল দেওয়া হয় প্রতি কেজি ৩ টাকায়।

Next Article