BJP Meeting: দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিনভর বৈঠক রাজ্য বিজেপি নেতাদের, ঘুঁটি সাজাচ্ছে পদ্ম-শিবির?

Jyotirmoy Karmokar | Edited By: Sukla Bhattacharjee

Jul 25, 2023 | 8:47 AM

BJP: কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি আরএসএস নেতৃত্বের সঙ্গেও দফায়-দফায় বৈঠক করেন শুভেন্দু অধিকারী এবং অমিতাভ চক্রবর্তী। সোমবার দিনভর বৈঠকের পর মঙ্গলবারই কলকাতায় ফিরে আসছেন রাজ্য বিজেপি নেতারা।

BJP Meeting: দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দিনভর বৈঠক রাজ্য বিজেপি নেতাদের, ঘুঁটি সাজাচ্ছে পদ্ম-শিবির?
শুভেন্দু-সুকান্তদের সঙ্গে বৈঠকে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি.এল সন্তোষ।
Image Credit source: টিভি৯ বাংলা

Follow Us

নয়া দিল্লি: পঞ্চায়েত ভোটে বিজেপির ফল হয়েছে হতাশাজনক। যদিও রাজ্য বিজেপি নেতৃত্বের দাবি, গত পঞ্চায়েত ভোটের (Panchayat Election) তুলনায় এবারে ভোটের হার বেড়েছে। কিন্তু, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেও ছাপ্পাভোট, হিংসা এড়ানো যায়নি। এখনও তার রেশ চলছে। এই পরিস্থিতিতে এবার গোটা বিষয়টি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব। ছিলেন আরএসএস নেতারাও।

দলের কেন্দ্রীয় নেতৃত্বের তলবে সাড়া দিয়ে রবিবার রাতেই দিল্লি পৌঁছে যান রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। যার মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী। তারপর সোমবার সকাল থেকে দিনভর বৈঠক চলে। আরএসএস নেতৃত্বর সঙ্গেও দফায়-দফায় বৈঠক করেন শুভেন্দু অধিকারী এবং অমিতাভ চক্রবর্তী।

সূত্রের খবর, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এবং রাজ্য বিজেপি নেতা অমিতাভ চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। মূলত, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয় বৈঠকে। পাশাপাশি আগামী লোকসভা নির্বাচনকে ‘পাখির চোখ’ করে সংগঠনের কাজে এবং পদে কী কী পরিবর্তন আনতে হবে, তা নিয়েও আলোচনা হয় এই বৈঠকে। বিশেষত, কোন এলাকায় সংগঠন দুর্বল, সংগঠনে কোথায় জোর দেওয়া প্রয়োজন, সেগুলি রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করে চিহ্নিত করেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনের আগে যে দলের ভিত আরও মজবুত করতে হবে এবং কীভাবে করা হবে, সে ব্যাপারে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

অন্যদিকে, আরএসএস নেতৃত্বের সঙ্গেও দফায়-দফায় বৈঠক করেন শুভেন্দু অধিকারী এবং অমিতাভ চক্রবর্তী। মূলত, পঞ্চায়েত নির্বাচনের ফলাফল এবং গত লোকসভা এবং বিধানসভা নিরিখে কোন এলাকায় পঞ্চায়েতে বিজেপির ফল আশানুরূপ হয়নি তা নিয়ে আরএসএস নেতৃত্বের সঙ্গেও চুলচেরা বিশ্লেষণ করেন রাজ্য বিজেপি নেতৃত্ব। পাশাপাশি সংগঠন মজবুত করতে এবং বিরোধীদের বিরুদ্ধে লড়াই জোরাল করতে আগামী কর্মসূচি এবং প্রচারের ইস্যু নিয়েও আলোচনা হয় বৈঠকে। এমনকি রাজ্যে বিভিন্ন এলাকাভিত্তিক কোন-কোন ইস্যু তুলতে হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। সোমবার দিনভর বৈঠকের পর মঙ্গলবারই কলকাতায় ফিরে আসছেন রাজ্য বিজেপি নেতারা। মধ্যরাতের বিমানে কলকাতা ফিরে এসেছেন শুভেন্দু অধিকারী।

Next Article