Amit-Suvendu: দিল্লিতে শাহি-সাক্ষাতে শুভেন্দু-সুকান্ত, প্রায় আধ ঘণ্টা চলে বৈঠক

Jyotirmoy Karmokar | Edited By: Sukla Bhattacharjee

Jul 25, 2023 | 12:55 PM

Suvendu Adhikari meets Amit Shah: সোমবার রাত ৯ টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। আধ ঘণ্টার বেশি সময় ধরে দুজনের মধ্যে বৈঠক হয়।

Amit-Suvendu: দিল্লিতে শাহি-সাক্ষাতে শুভেন্দু-সুকান্ত, প্রায় আধ ঘণ্টা চলে বৈঠক
অমিত শাহের সঙ্গে বৈঠক শুভেন্দু অধিকারীর। ফাইল ছবি।
Image Credit source: twitter

Follow Us

নয়া দিল্লি: পঞ্চায়েত ভোট থেকে নারী নির্যাতন নিয়ে উত্তাল বাংলার রাজ্য-রাজনীতি। মণিপুর ইস্যুতে উত্তাল সংসদ থেকে গোটা দেশ। বিরোধীরা সংসদের বাইরে ধর্নায় বসেছেন। এই আবহে দিল্লিতে BJP-র রাজ্য নেতৃত্ব। সংগঠন নিয়ে দিনভর দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সোমবার রাতে অমিত শাহর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারও। তাঁদের মধ্যে আধ ঘণ্টার বেশি সময় কথা হয়।

সূত্রের খবর, সোমবার রাত ৯ টা নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদারও। আধ ঘণ্টার বেশি সময় ধরে তাঁদের মধ্যে বৈঠক হয়। ঠিক কী নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে, তা কেউ স্পষ্ট করেননি। তবে রাজ্যে বিজেপির সাংগঠনিক অবস্থা এবং পঞ্চায়েত নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

শুভেন্দু অধিকারীর অমিত শাহের সঙ্গে একান্তে বৈঠক করার কথা আগে শোনা গিয়েছিল। পঞ্চায়েত ভোটের পর এই প্রথমবার দিল্লি এসেছেন শুভেন্দু অধিকারী। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হওয়ার পরেও গোটা রাজ্যে অশান্তি-হিংসার ছবি উঠে এসেছে। শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। তারপর পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পরেও রাজ্যে বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটছে। এর মধ্যে মণিপুর ইস্যুতে যখন উত্তাল গোটা দেশ, তখন মালদায় দুই মহিলাকে নগ্ন করে গণপিটুনির মতো ন্যক্কারজনক ঘটনা উঠে এসেছে। এই সমস্ত বিষয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার তুলে ধরেছেন বলে সূত্রের খবর। পাশাপাশি পঞ্চায়েত ভোটের ফলের দিকে তাকিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে কীভাবে বাংলায় ঘুঁটি সাজানো যায়, সে বিষয়েও ‘চাণক্য’-র সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, এর আগে গত ৯ জুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শুভেন্দু অধিকারী। সেদিনও দুজনের মধ্যে প্রায় আধঘণ্টা একান্তে বৈঠক হয়। মূলত, পঞ্চায়েত নির্বাচনের রণকৌশল এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়ে করা নিয়ে আলোচনা হয়েছিল বলে সূত্রের খবর।

Next Article