Medical Miracle: একেই বলে মিরাকেল! ১৮ বছর আগে মাথায় লাগা গুলি বের করে প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Dec 13, 2023 | 7:19 AM

Bullet Injury: প্রায় ১৮ বছর আগে ওই যুবক যখন ইয়েমেনে থাকতেন, সেই সময় দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন। দোকান থেকে ফেরার পথে মাথায় গুলি লাগে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা, কিন্তু সেখানের চিকিৎসকরা শুধু ক্ষতস্থান পরিষ্কার করে সেলাই করে দেন। ভিতরেই থেকে যায় বুলেট।

Medical Miracle: একেই বলে মিরাকেল! ১৮ বছর আগে মাথায় লাগা গুলি বের করে প্রাণ বাঁচালেন চিকিৎসকরা
প্রতীকী ছবি
Image Credit source: Pixabay

Follow Us

বেঙ্গালুরু: ঈশ্বরের পরই স্থান দেওয়া হয় চিকিৎসকদের। কারণ প্রাণ বাঁচানোর ক্ষমতা রয়েছে তাঁদের হাতে। এই প্রবাদটি কতটা সত্যি, তার প্রমাণ মিলল আবারও। ১৮ বছর আগে শরীরে লাগা বুলেট বের করে যুবকের প্রাণ বাঁচালেন চিকিৎসকরা। তাও এমনি অস্ত্রোপচার নয়, মাথায় অস্ত্রোপচার করেই ১৮ বছর পুরনো বুলেট বের করেন চিকিৎসকরা। এই ‘কামাল’ করেছেন বেঙ্গালুরুর চিকিৎসকরা।

গত সপ্তাহেই বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে মাথায় অস্ত্রোপচার হয় ২৯ বছর বয়সী এক ইয়েমেনি যুবকের। জানা গিয়েছে, প্রায় ১৮ বছর আগে ওই যুবক যখন ইয়েমেনে থাকতেন, সেই সময় দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন। দোকান থেকে ফেরার পথে মাথায় গুলি লাগে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা, কিন্তু সেখানের চিকিৎসকরা শুধু ক্ষতস্থান পরিষ্কার করে সেলাই করে দেন। ভিতরেই থেকে যায় বুলেট।

গুলি লাগার পরই শ্রবণশক্তি হারান ওই যুবক। প্রায় সময়ই তাঁর মাথায় অসহ্য যন্ত্রণা হত এবং কান থেকে পুঁজ বেরত। বর্তমানে ভারতে বসবাসকারী ওই ইয়েমেনি যুবক সম্প্রতিই বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে যান। সেখানে সমস্যার কথা জানালে চিকিৎসকরা এক্স-রে করাতে দেন। তাতেই ধরা পড়ে বুলেটের ছবি।

৩ সেন্টিমিটার লম্বা ওই বুলেটটি যুবকের ডান কান ফুঁড়ে মাথার হাড়ে গেঁথে ছিল। সেই কারণেই ঘন ঘন কানে ইনফেকশন হত যুবকের।অত্যাধিক রক্তপাত ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকলেও, হাসপাতালের চিকিৎসকরা অত্য়ন্ত ঝুঁকি নিয়েই অস্ত্রোপচার করেন এবং তা সম্পূর্ণ সফলও হয়। অস্ত্রোপচারের পর যুবকের আংশিক শ্রবণশক্তিও ফিরে এসেছে বলেই জানা গিয়েছে।

Next Article