Bengaluru Flood : বেঙ্গালুরুর বন্যার জন্য দায়ী বড় বড় সংস্থা? অভিযোগের আঙুল উইপ্রো, প্রেস্টিজের দিকে

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 14, 2022 | 10:33 AM

Bengaluru Flood : অবৈধভাবে নির্মাণের কারণেই বেঙ্গালুরুতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই শহরের বিভিন্ন জায়গায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার জন্য উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

Bengaluru Flood : বেঙ্গালুরুর বন্যার জন্য দায়ী বড় বড় সংস্থা? অভিযোগের আঙুল উইপ্রো, প্রেস্টিজের দিকে
ছবি সৌজন্যে : ANI

Follow Us

বেঙ্গালুরু : বন্যায় ডুবেছে বেঙ্গালুরুর একাধিক এলাকা। ব্য়াহত হয়েছে যান চলাচল। এই পরিস্থিতিতে ট্রাকে চেপেও অফিসে যেতে দেখা গিয়েছে আইটি কর্মীদের। এদিকে বেঙ্গালুরুর এই পরিস্থিতির জন্য অবৈধভাবে নগরোন্নয়নকেই দায়ী করেছেন একাধিক মহল। ঝড় বা অতিবৃষ্টি হলে সেই জল নিষ্কাশনের জন্য ড্রেনেজ সিস্টেম তৈরি করা ছিল বেঙ্গালুরু শহরে। তবে এরকম ৭০০ টি নর্দমা বুজিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রোমোটারদের বিরুদ্ধে। এর ফলেই শহরের একাধিক জায়গায় গত সপ্তাহে বন্য়া পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই কাজে উইপ্রো, প্রেস্টিজের মতো বড় বড় সংস্থাগুলি যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে।

ব্রুহাট বেঙ্গালুরু মাহাঙ্গারা পালিকে (BBMP) অবৈধভাবে জমি দখলদারীদের একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় নাম রয়েছে উইপ্রো, ইকো স্পেস, প্রেস্টিজ, কলোম্বিয়া এশিয়া হাসপাতাল, বাগমানে টেক পার্ক ও দিব্যাশ্রী ভিলা। আপতকালীন নিষ্কাশন ব্যবস্থা বুজিয়ে দেওয়ার ফলেই বেঙ্গালুরু শহরে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছে। তাই অবৈধ কাঠামোগুলো ভাঙার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি জানিয়েছেন, বেআইনি নির্মাণ উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছে। আগামী সপ্তাহেই সমস্ত নির্মাণ ভেঙে ফেলা হবে। এক্ষেত্রে কোনও সাধারণ মানুষ, ব্যবসায়িক সংস্থা বা টেক সংস্থাকেও রেয়াত করা হবে না বলে জানিয়েছেন তিনি।

ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় উচ্ছেদ অভিযান শুরু হয়ে গিয়েছে। সোমবার বেঙ্গালুরুর মহাবেদপুরা এলাকায় বুলডোজার দিয়ে অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। পূর্ব বেঙ্গালুরুর নালাপদ অ্য়াকাডেমি অব ইন্টারন্যাশনাল স্কুলেও উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এই স্কুলটি একজন কংগ্রেসের যুব সভাপতি মহম্মদ নালাপদের। তিনি নিজে বেঙ্গালুরু বন্যা পরিস্থিতি নিয়ে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছিলেন। এখন বন্য়া পরিস্থিতি নিয়ন্ত্রণে বেঙ্গালুরুর বেশ কিছু জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তবে এই উচ্ছেদ অভিযান নিয়ে একাধিক অভিযোগও উঠেছে। অনেক বাসিন্দারা অভিযোগ তুলেছেন, পূর্বে কোনও নোটিস না দিয়েই বেশ কিছু এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।

Next Article