Mini Bus Accident In J&K : সাত সকালেই পুঞ্চে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১১, আহত ২৯

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Sep 15, 2022 | 3:07 PM

Mini Bus Accident In J&K : বুধবার সকালে যাত্রী বোঝাই একটি মিনি বাস খাদে পড়ে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১১ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে।

Mini Bus Accident In J&K : সাত সকালেই পুঞ্চে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ১১, আহত ২৯
ছবি সৌজন্যে : টুইটার

Follow Us

শ্রীনগর : বুধবার সকালেই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনা। মান্ডি থেকে সওজিয়ান যাচ্ছিল একটি মিনিবাস। যাত্রাপথেই বারেরি নাল্লাহ এলাকার কাছে যাত্রীবোঝাই সেই মিনিবাস খাদে পড়ে যায়। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১১ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। আহত হয়েছেন ২৯ জন।

বুধবার পুঞ্চ জেলার সওজিয়ান গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে। মিনি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার পরই সেখানে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়েছে। তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। উদ্ধারকাজে নেমে পড়েছেন তাঁরা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে স্থানীয় বাসিন্দারা ঝাঁপিয়ে পড়েছেন উদ্ধারকাজে। মান্ডির তেহসিলদার শেহজ়াদ লতিফ বলেছেন, ‘পুঞ্চের সওজিয়ান এলাকায় একটি মিনি বাস দুর্ঘটনা ঘটেছে। সেনারা সেখানে উদ্ধারাভিযান চালাচ্ছে। মান্ডির হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হয়েছে।’

এদিকে মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্য়ান্ট গভর্নর জেনারেল মনোজ সিনহা। তিনি আহতদের চিকিৎসার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা আয়োজনের নির্দেশও দিয়েছেন। তিনি টুইটে জানিয়েছেন, ‘পুঞ্চের সওজিয়ানে পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা দেওয়া হবে। পুলিশ ও সিভিল কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসার জন্য সম্ভাব্য সকল ব্যবস্থার আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে।’

Next Article