Bengaluru Rains: প্রবল বৃষ্টিপাতের কারণে আবার জলে ডুবে বেঙ্গালুরু, জনজীবন বিপর্যস্ত

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 20, 2022 | 5:51 AM

Rainfall: গতমাসে প্রবল বৃষ্টিপাতের কারণে দুর্যোগের মুখে পড়েছিল বিজেপি শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু। এক টানা তিনদিনের বৃষ্টিপাতের কারণে শহরের বিস্তীর্ণ অংশ জলের তলায় ডুবে গিয়েছিল

Bengaluru Rains: প্রবল বৃষ্টিপাতের কারণে আবার জলে ডুবে বেঙ্গালুরু, জনজীবন বিপর্যস্ত
ছবি: এএনআই

Follow Us

বেঙ্গালুরু: আরও একবার বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা বেঙ্গালুরুর (Bengaluru Rains)। বুধবার সন্ধে থেকে হওয়া প্রবল বৃষ্টিপাতের কারণে শহরের মধ্য, পূর্ব ও দক্ষিণ অংশের প্রধান রাস্তাগুলি জলে ডুবে গিয়েছে। শহরের তথ্য প্রযুক্তি কেন্দ্র হিসেবে পরিচিত বেলান্দুরের অবস্থাও তথৈবচ। আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে শহরের উত্তর দিকে রাজমহল গুট্টাহল্লিতে ৫৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। হাওয়া অফিসের তরফে বেঙ্গালুরুতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এর পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিন দিন দক্ষিণ ভারতের এই শহরের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার সন্ধের বৃষ্টিপাতের পর দেখা গিয়েছে, বেঙ্গালুরুর রাস্তায় ব্যাপক পরিমাণে জল জমে রয়েছে। এমনকী খোলা ম্যানহোলে জোরাল জলের ধারা বইতেও দেখা গিয়েছে। জমা দলের কারণে শহরের বিভিন্ন আবাসন ও অফিসের পার্কিং লটে জল জমে, সেখানে থাকা গাড়িগুলিকে ক্ষতিগ্রস্থ করেছে। বুধবার সন্ধে সাড়ে ৭টা থেকে বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। অফিস ফেরত যাত্রীদের অসহায়ভাবে মেট্রো স্টেশনে আশ্রয় নিতে দেখা গিয়েছে।

গতমাসে প্রবল বৃষ্টিপাতের কারণে দুর্যোগের মুখে পড়েছিল বিজেপি শাসিত কর্নাটকের রাজধানী বেঙ্গালুরু। এক টানা তিনদিনের বৃষ্টিপাতের কারণে শহরের বিস্তীর্ণ অংশ জলের তলায় ডুবে গিয়েছিল। বেঙ্গালুরুতে বন্যা পরিস্থিতি নিয়ে শাসক বিজেপি ও বিরোধী কংগ্রেসের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল। গতমাসে শহরের তথ্য প্রযুক্তি হাব যেখানে আন্তর্জাতিক তথ্য প্রযুক্তি সংস্থা ও স্টার্ট আপগুলির অফিস রয়েছে, তা জমা জলের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কয়েকদিন সময় লেগেছিল।

শহরের বসতি এলাকার রাস্তাতে জল জমার কারণে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছিল স্থানীয় প্রশাসন। বিভিন্ন বিলাসবহুল হাউসিং কলোনি থেকে বাসিন্দাদের উদ্ধার করতে ট্র্যাক্টর ব্যবহার করতে হয় প্রশাসনকে। জমা জলের কারণে স্কুলগুলি বন্ধ করে দেওয়া পাশাপাশি বেশিরভাগ অফিসই তাদের কর্মীদের ওয়ার্ক ফ্রম হোমের নির্দেশ দিয়েছিল। গতমাসে তীব্র বৃষ্টিপাতের বেঙ্গালুরুতে কারণে বিমান পরিষেবাও ব্যাহত হয়। রোমহর্ষক উদ্ধারকাজের ছবি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছিল। বেঙ্গালুরুতে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, যা ২০১৭ সালে রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে। জানা গিয়েছে, ২০১৭ সালে বৃষ্টিপাতের মোট পরিমাণ ছিল ১৬৯৬ মিলিমিটার, সেখানে চলতি বছরে ১৭০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Next Article