নয়াদিল্লি: দুর্গোৎসব উপলক্ষে টিভি৯ নেটওয়ার্ক আয়োজন করেছে ‘টিভি৯ ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া’। নয়াদিল্লির ধ্যান চাঁদ স্টেডিয়ামে আয়োজিত এই অনুষ্ঠান চলবে ২৪ অক্টোবর, বিজয়া দশমী পর্যন্ত। দুর্গাপুজোর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মা দুর্গার কাছে প্রার্থনা সেরে গানের তালে নাচানাচির পাশাপাশি দর্শনার্থীরা ঘুরে দেখছেন দেশ-বিদেশের স্টলগুলি। অনেকে কেনাকাটাও করছেন সেখান থেকে। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি, নেতা-মন্ত্রী থেকে সমাজের বিখ্যাত ব্যক্তি- সকলের উপস্থিতি টিভি৯-এর অনুষ্ঠান হয়েছে উৎসবমুখর।
মহাষ্টমীর সন্ধ্যাতেও ধ্যান চাঁদ স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল সঙ্গীতানুষ্ঠানের। সেখানে একাধিক শিল্পী গান গেয়েছেন। এই অনুষ্ঠান ঘিরে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। গান ছাড়াও আরও বেশ কিছু সাংস্কৃতিক অনু্ঠান হয়েছে মহাষ্টমীতে।
গান-বাজনা, ঠাকুর দেখার পাশাপাশি কেনাকাটিও সেরেছেন অধিকাংশ জনই। ধ্যান চাঁদ স্টেডিয়ামে টিভি৯ ফেস্টিভ্যালের স্টলগুলিতে ভিড়ও ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে রাজধানীর বুকে দুর্গোৎসবকে আরও জমিয়ে দিয়েছে টিভি৯ ফেস্টিভ্যাল।