Bizarre Murder: মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে বাবার প্রেমিকাকে কুপিয়ে খুন করল ছেলে

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 23, 2023 | 8:30 AM

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম রানি। তিনি ফরিদাবাদের সেক্টর ৬২-এর হাউসিং বোর্ড কলোনির বাসিন্দা। তাঁকে প্রায় ৩০ বার ছুরি দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর রানির মেয়ে শিবানি আদর্দ নগর থানায় অভিযোগ দায়ের করেন। এর পর মূল অভিযুক্ত গৌরব এবং তাঁর সহযোগী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ।

Bizarre Murder: মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে বাবার প্রেমিকাকে কুপিয়ে খুন করল ছেলে
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

ফরিদাবাদ: বাবার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে মধ্যবয়সী মহিলার। তা নিয়েই সংসারে অশান্তি। বাবার বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক নিয়ে অশান্তি করেছিল মা। কিন্তু পাত্তা নেয়নি অন্য মহিলার প্রেমে মজে থাকা বাবার। এই মানসিক আঘাতে মাস তিনেক আগে মায়ের মৃত্যু হয়েছে। মাকে হারানোর প্রতিশোধ নিতে বাবার প্রেমিককে কুপিয়ে খুন করল ছেলে। সম্প্রতি এই ঘটনা ঘটেছে দিল্লির কাছে হরিয়ানার ফরিদাবাদে। ৪৫ বছরের ওই মহিলাকে খুনের অভিযোগে মূল অভিযুক্ত-সহ মোট ২ জনকে গ্রেফতার করেছে ফরিদাবাদ পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম রানি। তিনি ফরিদাবাদের সেক্টর ৬২-এর হাউসিং বোর্ড কলোনির বাসিন্দা। তাঁকে প্রায় ৩০ বার ছুরি দিয়ে কোপানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর রানির মেয়ে শিবানি আদর্দ নগর থানায় অভিযোগ দায়ের করেন। এর পর মূল অভিযুক্ত গৌরব এবং তাঁর সহযোগী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ।

জেরায় গৌরব পুলিশকে জানিয়েছে, তাঁর বাবা যোগেন্দ্রর সঙ্গে রানির প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল এক বছর আগে। তাঁর মা এই প্রেমের কথা জানার পর আপত্তি জানান। কিন্তু বাবা তা পাত্তা দেয়নি বলে দাবি যোগেন্দ্রর। এর পর থেকেই অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। শোকে ম্যূহমান হয়ে তিন মাস আগে তাঁর মায়ের মৃত্যু হয়। এর পরই মায়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার কথা ভেবেছিলেন গৌরব। সে জন্যই বাবার প্রেমিকাকে তিনি খুন করেছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন।

Next Article